ঢাকা জেলার শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও রবিবার সকাল থেকে অধিকাংশ তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে শ্রমিক বিক্ষোভের জেরে অস্থিতিশীল পরিস্থিতিতে কয়েক দিন ধরে বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে আজও ২০টি কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বন্ধ থাকা কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে শ্রম আইনে বন্ধ কারখানার সংখ্যা ১৮টি।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।
এর আগে, ভোর থেকে বৃষ্টিকে উপেক্ষা করে চালু থাকা কারখানাগুলোতে নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিকদের। এসব কারখানায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য। বাড়ানো হয়েছে যোথবাহিনীর নজরদারি।
সাভার উপজেলার আশুলিয়া থানার বাইপাইল-আব্দুল্লাহপুর আঞ্চলিক সড়ক গুলোর দু’পাশের বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং র্যাব সদস্যরকেও টহলরত অবস্থায় দেখা যায়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ জানায়, বন্ধ কারখানাগুলোর অধিকাংশ তৈরি পোশাক কারখানা শ্রমিকদের কর্মবিরতিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কারখানাগুলো বন্ধ রয়েছে। শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী ১৮টি কারখানা বন্ধ রয়েছে। এর বাইরে দুইটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।






















