০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে নবীন শিক্ষার্থিদের দাবি ভর্তির পেমেন্ট সিস্টেম অনলাইনে করার 

গুচ্ছ অধিভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ (২০২৩-২৪) সেশনের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া জনতা ব্যাংক বুথে কেন্দ্রীয় ফি পরিশোধ করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে তীব্র ভিড়ে ২-৩ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার মত ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
ভর্তি হতে আসা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অতন্দ্রিলা রিয়া বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রায় ৫ মাস পেরোচ্ছে। দীর্ঘদিন ধরে ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকার কারণে  আমরা কিছুটা চিন্তায় ছিলাম। আবারও ভর্তির কার্যক্রম স্বাভাবিক হয়েছে ভালোই লাগছে। কিন্তু আমাদের ক্যাম্পাসের ব্যাংক বুথে দীর্ঘ সারিতে প্রায় ৩ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে  আছি। খুবই বাজে অভিজ্ঞতা। এখনও বুথে  টাকা জমা দিতে পারিনি। তাই আমার দাবী অনলাইনে পেমেন্ট সিস্টেম করা হোক। আমাদের সবকিছু দিনে দিনে আধুনিক হচ্ছে। তাই ব্যাংকিং সেক্টরে অনলাইন পেমেন্ট সময়ের দাবি।
এ সময় ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু আরেক শিক্ষার্থী শামী আহমেদ বলেন, “বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের কারণে আমরা অনেকদিন বসে ছিলাম যার কারনে আমাদের মাঝে একটা অবসাদ চলে এসেছিল। আমরা খুশি চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হলে আমরা ক্লাসে ফিরতে পারব। তবে পেমেন্ট সিস্টেম অনলাইনে করলে ভালো হতো।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগে আসন রয়েছে ১৩৯৫টি। বেরোবিতে ভর্তিতে ‍প্রাথমিক ও চূড়ান্ত মিলে মোট জমা দিতে হচ্ছে বিভাগ ভেদে ১১৯৩০ থেকে ১২৬৫০ টাকা। চূড়ান্ত এ ভর্তি কার্যক্রম চলবে ৮ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এ ছাড়া ‘বি’ ইউনিটের পরীক্ষা ৪ মে ও ‘সি’ ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয় সংবাদ

রংপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বেরোবিতে নবীন শিক্ষার্থিদের দাবি ভর্তির পেমেন্ট সিস্টেম অনলাইনে করার 

আপডেট সময় : ০৪:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
গুচ্ছ অধিভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ (২০২৩-২৪) সেশনের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া জনতা ব্যাংক বুথে কেন্দ্রীয় ফি পরিশোধ করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে তীব্র ভিড়ে ২-৩ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার মত ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
ভর্তি হতে আসা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অতন্দ্রিলা রিয়া বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রায় ৫ মাস পেরোচ্ছে। দীর্ঘদিন ধরে ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকার কারণে  আমরা কিছুটা চিন্তায় ছিলাম। আবারও ভর্তির কার্যক্রম স্বাভাবিক হয়েছে ভালোই লাগছে। কিন্তু আমাদের ক্যাম্পাসের ব্যাংক বুথে দীর্ঘ সারিতে প্রায় ৩ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে  আছি। খুবই বাজে অভিজ্ঞতা। এখনও বুথে  টাকা জমা দিতে পারিনি। তাই আমার দাবী অনলাইনে পেমেন্ট সিস্টেম করা হোক। আমাদের সবকিছু দিনে দিনে আধুনিক হচ্ছে। তাই ব্যাংকিং সেক্টরে অনলাইন পেমেন্ট সময়ের দাবি।
এ সময় ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু আরেক শিক্ষার্থী শামী আহমেদ বলেন, “বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের কারণে আমরা অনেকদিন বসে ছিলাম যার কারনে আমাদের মাঝে একটা অবসাদ চলে এসেছিল। আমরা খুশি চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হলে আমরা ক্লাসে ফিরতে পারব। তবে পেমেন্ট সিস্টেম অনলাইনে করলে ভালো হতো।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগে আসন রয়েছে ১৩৯৫টি। বেরোবিতে ভর্তিতে ‍প্রাথমিক ও চূড়ান্ত মিলে মোট জমা দিতে হচ্ছে বিভাগ ভেদে ১১৯৩০ থেকে ১২৬৫০ টাকা। চূড়ান্ত এ ভর্তি কার্যক্রম চলবে ৮ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এ ছাড়া ‘বি’ ইউনিটের পরীক্ষা ৪ মে ও ‘সি’ ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।