০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা এখনও বাণী দিয়ে যাচ্ছেন, চট করে ঢুকে পড়বেন, জোনায়েদ সাকি

দেশে নতুন করে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির সামনে ছাত্র-জনতা বুক পেতে দিয়েছিলেন। যা দেখে ফ্যাসিস্ট সরকারের দোসররা বলেছিল স্যার একটা গুলি করলে একজন মারা যায়, কিন্তু লোকজন তো কমে না। ঠিক তেমনিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে এ দেশে আর কোনো ফ্যাসিস্ট মাথা চাড়া দিতে না পারে। আজ ৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ২০২৪ এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের তৈরি ব্যবস্থা বহাল রয়েছে। যার কারণে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখনও বাণী দিয়ে যাচ্ছেন, চট করে ঢুকে পড়বেন। একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, অথচ সেই দলকে এখন কোন জায়গায় দাঁড় করিয়েছে। এত হত্যাকান্ড ঘটানোর পরও তাদের অনুশোচনা নেই, বরং তারা এখনও প্রতিশোধ নেওয়ার কথা বলে। যারা মুক্তিযুদ্ধের কথা বলে বিভাজন তৈরি করেছিল তারা এখনও বিভাজন তৈরির চেষ্টা করছে। জোনায়েদ সাকি বলেন, পাহাড়-মন্দির-মাজারে হামলা ফ্যাসিস্টরাই করছে। তারা এগুলো করে অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চায়। এ প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার পরিচয় হওয়া উচিত বাংলাদেশি। গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মুনিরা, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন রংপুর জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহরিয়ার সোহাগ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা এখনও বাণী দিয়ে যাচ্ছেন, চট করে ঢুকে পড়বেন, জোনায়েদ সাকি

আপডেট সময় : ০৯:২৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

দেশে নতুন করে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির সামনে ছাত্র-জনতা বুক পেতে দিয়েছিলেন। যা দেখে ফ্যাসিস্ট সরকারের দোসররা বলেছিল স্যার একটা গুলি করলে একজন মারা যায়, কিন্তু লোকজন তো কমে না। ঠিক তেমনিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে এ দেশে আর কোনো ফ্যাসিস্ট মাথা চাড়া দিতে না পারে। আজ ৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ২০২৪ এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের তৈরি ব্যবস্থা বহাল রয়েছে। যার কারণে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখনও বাণী দিয়ে যাচ্ছেন, চট করে ঢুকে পড়বেন। একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, অথচ সেই দলকে এখন কোন জায়গায় দাঁড় করিয়েছে। এত হত্যাকান্ড ঘটানোর পরও তাদের অনুশোচনা নেই, বরং তারা এখনও প্রতিশোধ নেওয়ার কথা বলে। যারা মুক্তিযুদ্ধের কথা বলে বিভাজন তৈরি করেছিল তারা এখনও বিভাজন তৈরির চেষ্টা করছে। জোনায়েদ সাকি বলেন, পাহাড়-মন্দির-মাজারে হামলা ফ্যাসিস্টরাই করছে। তারা এগুলো করে অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চায়। এ প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার পরিচয় হওয়া উচিত বাংলাদেশি। গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মুনিরা, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন রংপুর জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহরিয়ার সোহাগ প্রমুখ।