রায়গঞ্জে বজ্রপাতে কৃষকের ৩ টি গরুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে। এতেকরে কৃষকদের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। রায়গঞ্জ উপজেলা প্রসাশন থেকে ক্ষতিপূরনের আস্বাস দিয়েছেন।
জানান যায় , গতকাল মঙ্গলবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে উপজেলার রৌহা গ্রামের মো: শাজাহান আলী ও তার ছেলের ২টি গরু সহ একই গ্রামের জাহিদুল ইসলামের একটি গরু মাঠে ঘাশ খাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে এবং মাঠে ঘাস খাওয়া অবস্থায় তাদের ৩ টি গরু মারা যায়। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক শাজাহান আলী জানান, মৃত গরু গুলোর মধ্যে ১ টি বকনা বাছুর ও ২ টি গাভি ছিল জার দাম প্রায় ২লাখ টাকা হতো। তিনি আরো জানান, এই গরু গুলো আমাদের একমাত্র সম্বল ছিল।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউওনো নাহিদ ইসলাম খান জানান, বিষয়টা আমি শুনেছি এং এবিষয়ে নির্ধারিত ফরমে আবেদন করলে ক্ষতি গ্রস্থ কৃষকদের আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।






















