ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। রোববার (১৩ অক্টোবর) আগামী ১ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ১৯-২০ বর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম।
পরিষদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি মেহেদী হাসান বলেন, ক্যাম্পাসগুলোতে সচরাচর উপজেলা ছাত্রকল্যাণ দেখা যায় না। থাকলেও তার সংখ্যা খুবই কম। আমাদের নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা জেলাধীন একটি উপজেলা। আমি যখন দেখলাম, আমাদের উপজেলায় অনেক শিক্ষার্থী রয়েছে তাই সবাইকে একই সেতুবন্ধনে আবদ্ধ করতে একটি প্ল্যাটফর্মে পরিণত করার স্বপ্ন বুনি। তারই ধারাবাহিকতায় সবাইকে নিয়ে কাজ করা শুরু করি। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রচেষ্টা ও ত্যাগের পর আমরা সফল হই। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।ইন শা আল্লাহ , এই ছাত্রকল্যাণ শুধু নামেই নয়, কাজের মাধ্যমে এর পরিধি ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করে অনেক দূর এগিয়ে যাবে।
সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক। আশা করছি আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ও পরিবেশবান্ধব শিক্ষার বিকাশ ঘটাতে সক্ষম হব। নাঙ্গলকোট উপজেলার সকল শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা করা এবং সিনিয়র জুনিয়রদের মাঝে ভালোবাসার মেলবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য-উদ্দেশ্য থাকবে ইন শা আল্লাহ।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, মু. সায়েম আহমাদ, সাইফুল ইসলাম সাকিব, ইউসুফ ত্বহা , খায়রুল ইসলাম, তানভীর হাসান ও সাফায়েত ভূঁইয়া । দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, আদনান জাহিদ ও মো. ফয়েজ (যুগ্ম-সাধারণ সম্পাদক), মাসুম ভূঁইয়া, তানভীর মজুমদার ও মাহি মাহমুদ দায়িত্ব পালন করবেন (সাংগঠনিক সম্পাদক), মো. শাকিল আহমেদ ( দপ্তর সম্পাদক) , সৈয়দ হানজালা (উপ দপ্তর সম্পাদক) , আজগর হোসেন (অর্থ সম্পাদক) , সাফায়েত উল্লাহ ( সহঅর্থ সম্পাদক) জয় মজুমদার ( তথ্য প্রযুক্তি সম্পাদক) , জোনায়েদ ( সহতথ্য প্রযুক্তি সম্পাদক) , সৈয়দ আব্দুল্লাহ ফাহাদ ( প্রচার সম্পাদক ) , মুজাহিদ ইসলাম ( উপ প্রচার সম্পাদক), কাজী শাহাবুদ্দিন ফুয়াদ (শিক্ষাবিষয়ক সম্পাদক), ওসমান গনি ( আপ্যায়ন বিষয়ক সম্পাদক) । এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সম্রাট জাহিদ, রিদওয়ান, রাফি, আব্দুর রহমান, আবু ওয়াফা ও শাহাদাত শুভ।
উল্লেখ্য, উক্ত কমিটি ঢাকা কলেজে নাঙ্গলকোট উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি। এতে আট সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি রয়েছে।

























