ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের যাদের সুযোগ আছে তাদের জন্য সরকারি ভাবে হোক বা বেসরকারি চাকরি ব্যবস্থা করা প্রয়োজন। কারণ তাদের কেউ যাতে সমাজের বোঝা না হয়। একজন প্রতিবন্ধীর সাথে কিভাবে আচারণ করতে হয় সেটিও সবাইকে জানতে হবে। তাদের প্রতি মানসিকতার পরিবর্তন সব সেক্টর থেকে আসতে হবে। সব পর্যায়ের মানুষকে এগিয়ে আসতে হবে যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। মানসিকতা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
ফেনীতে বিশ্ব হাত ধোয়া ও সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষ্যে ১৫ অক্টোবর মঙ্গলবার ফেনী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হান মেহবুব, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এমরাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ, ইউনিসেফ বাংলাদেশের ওয়াস অফিসার সাফায়াতুল হক নিলয়।
এতে বিভিন্ন এনজিও ফেডারেশনের প্রতিনিধি,
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মহি উদ্দিন মোহন, সাধারণ সম্পাদক হাফেজ জাহিদুল ইসলাম, দৃস্টি প্রতিবন্ধী ক্ষুদা নিবারন সমিতির সভাপতি নাছির উদ্দিন সবুজ, উপেক নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সুইট ফেনীর সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও unicef এর পক্ষ থেকে হাইজিন কিড ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।