খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পোমাং পাড়ার বাবুর্চি স্বর্ণ কুমার ত্রিপুরাকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনী রঞ্জন কুমার ত্রিপুরা, জোনাল চাকমা, বসুচা ত্রিপুরা, গিরি চাকমাকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় প্রেস ক্লাবের সামনে বিটিকেএস, বিটিজেকেএস ও টিএসএফ’র যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বর্ণ কুমার ত্রিপুরা জনপ্রিয় একজন স্থানীয় বাবুর্চি। তিনি তিন সন্তানের জনক। স্বর্ণ কোন দল বা সংগঠনের সম্পৃক্ত ছিল না। বিনা অপরাধে স্বর্ণ কুমারকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিসহ প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান, সন্তানদের পড়ালেখার সুযোগ ও গ্রামবাসীদের নিরাপত্তার নিশ্চিত করার দাবী জানানো হয়।
এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, বাংলাদেশ যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি খোকন বিকাশ ত্রিপুরা, নয়ন ত্রিপুরা, বাবলু ত্রিপুরা প্রমুখ।
পরে সমাবেশ শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামানের কাছে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের নেতারা খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
শিরোনাম
বাবুর্চি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- ।
- 67
জনপ্রিয় সংবাদ






















