কক্সবাজার বঙ্গোপসাগরের সোনাদিয়া পয়েন্ট অপহৃত ১৯ জেলেকে ছেড়ে দিয়েছে জলদস্যুরা রবিবার ভোরে সোনাদিয়ায় তাদের মুক্তি দিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
তিনি অপহৃত বোটের মালিক ইসমাইলের বরাত দিয়ে জানান, শনিবার রাতে অপহৃত ১৯ জেলেকে নিয়ে সাগরে নামে জলদস্যুরা। তাতের জিম্মি করে সাগরে মাছ শিকাররত অন্যান্য ফিশিং ট্রলারে রুটপাট চালায়। দেলোয়ার জানান, ৫/১০ টি বোটের জাল মাছ, খাবার লুট করে জলদস্যুরা। পরে সোনাদিয়া দ্বীপে অপহৃত ১৯ জেলেকে বোটে রেখে ছোট কয়েকটি নৌকা করে পালায় জলদস্যুরা।
বোটের। মালিক ইসমাইল জানান, মুক্তি পাওয়া জেলেরা অসুস্থ। তাদের চিকিৎসা দিতে সোনাদিয়া থেকে কুতুবদিয়া নেয়া হয়েছে।
গেল বৃহস্পতিবার সাগরে মাছ শিকারের সময় মহেশখালীর সোনাদিয়ার পশ্চিম আল্লাহর দয়া বোটে হামলা ও গুলি চালায় জলদস্যুরা। গুলিতে বোটের মাঝি মোকাররম নিহত হয়। বাকী ১৯ জেলেকে অপহরণসহ বোটে থাকা মাছ জালসহ সব কিছু লুট করে দস্যুরা।





















