০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমার্টিন যাওয়ার পথে ২ ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Oplus_131072

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী সেন্টমার্টিন নিয়ে যাওয়ার পথে দুটি সার্ভিস ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে অপহরণ নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।
বুধবার (১২নভেম্বর) সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি স্থান থেকে ধরে নিয়ে যায়। তবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আজ বুধবার (১৩নভেম্বর) জানাজানি হয়।
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে। আরাকান আর্মির নিয়ে যাওয়া ট্রলার দুটি হলো আবদুর রশিদের মালিকানাধীন এসবি রাসেল ও আবদুর রবের মালিকানাধীন এসবি ফারুক।
বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বালু আর সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার রওনা দেয় সেন্টমার্টিনের উদ্দেশ্যে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও দ্বীপে না পৌঁছায় খোঁজা-খুঁজি শুরু হয়। পরে একটি মাধ্যমে জানতে পারি যে তাদের আরকান আর্মি ধরে নিয়ে গেছে।
সেন্টমার্টিনের বাসিন্দা সবুজ জানান, সম্প্রতি নাফনদী থেকে আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশী মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। ট্রলার দুটিতে দুই মাঝিসহ ৬ জন স্টাফ ছিলো। এরমধ্যে একটির মাঝি আব্দুর রহমান এবং আরেকটির মাঝি মোস্তাক আহমেদ। বর্তমানে তাদের মোবাইল বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি বিজিবিসহ প্রশাসনের সবাইকে অবহিত করা হয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ছয়জন মাঝিমাল্লা ও মালামালবোঝাই সার্ভিস ট্রলার দুটি আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে গেছেন বলে খবর পেয়েছি।
এই বিষয়ে জানতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, এই বিষয়ে এখনো পর্যন্ত তাদের কাছে এইরকম কোন তথ্য আসেনি।বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিন যাওয়ার পথে ২ ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট সময় : ০৫:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী সেন্টমার্টিন নিয়ে যাওয়ার পথে দুটি সার্ভিস ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে অপহরণ নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।
বুধবার (১২নভেম্বর) সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি স্থান থেকে ধরে নিয়ে যায়। তবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আজ বুধবার (১৩নভেম্বর) জানাজানি হয়।
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে। আরাকান আর্মির নিয়ে যাওয়া ট্রলার দুটি হলো আবদুর রশিদের মালিকানাধীন এসবি রাসেল ও আবদুর রবের মালিকানাধীন এসবি ফারুক।
বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বালু আর সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার রওনা দেয় সেন্টমার্টিনের উদ্দেশ্যে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও দ্বীপে না পৌঁছায় খোঁজা-খুঁজি শুরু হয়। পরে একটি মাধ্যমে জানতে পারি যে তাদের আরকান আর্মি ধরে নিয়ে গেছে।
সেন্টমার্টিনের বাসিন্দা সবুজ জানান, সম্প্রতি নাফনদী থেকে আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশী মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। ট্রলার দুটিতে দুই মাঝিসহ ৬ জন স্টাফ ছিলো। এরমধ্যে একটির মাঝি আব্দুর রহমান এবং আরেকটির মাঝি মোস্তাক আহমেদ। বর্তমানে তাদের মোবাইল বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি বিজিবিসহ প্রশাসনের সবাইকে অবহিত করা হয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ছয়জন মাঝিমাল্লা ও মালামালবোঝাই সার্ভিস ট্রলার দুটি আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে গেছেন বলে খবর পেয়েছি।
এই বিষয়ে জানতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, এই বিষয়ে এখনো পর্যন্ত তাদের কাছে এইরকম কোন তথ্য আসেনি।বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।