০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গজারিয়ায় পরিত্যক্ত ডোবা থেকে মিললো ২০ ফুট অজগর

সময় তখন সকাল ৬ কি সাড়ে ৬ টা,চিন্তাভাবনা ছিল ফজর নামাজ পড়েই বাড়ির পিছনের পরিত্যক্ত জায়গায় বৃষ্টির পানি শুকালে কিছু সবজির চারা লাগাবেন।সে উদ্দেশ্যে জায়গা পরিষ্কার করতে গেলেন বাড়ির গৃহিণী চায়না বেগম।চায়না বেগম গিয়েই দেখলো বিশাল বড় ভয়ানক এক সাপ,ভয়ে চিৎকার করে উঠলেন চায়না বেগম। তার চিৎকার শুনে সবাই বাড়ি থেকে বেড়িয়ে আসলে দেখতে পান বিশাল বড় অজগর সাপ পেঁচিয়ে আছে প্লাস্টিকের বেড়া জালে।

এমন ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ের পুরান বাউশিয়া গ্রামের দক্ষিণপাড়া মহল্লার ধনু মিয়াজির বাড়ির পিছনে পরিত্যক্ত ডোবায় চায়না বেগমদের বাড়িতে।

চায়না বেগমের আত্ম চিৎকারে নিমিষেই আশেপাশের বাড়ির থেকে ছুটে আশা অনেক মানুষের ভীর।পর্বতীতে এলাকার স্থানীয় আট থেকে দশ জন যুবক মিলে রশির সাহায্যে বেঁধে জাল দিয়ে প্রায় ২০ ফুট দৈর্ঘের এ বিশাল বড় অজগর  সাপটি ধনু মিয়াজির বাড়ির পেছনের ডোবা থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

পরে ৯৯৯ এ ফোন দিয়ে উপজেলা বন বিভাগ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে।তারা জানায় তাদের টিম বিশেষ অভিযানে গজারিয়ায় বাহিরে আছে।আসতে সময় লাগবে,তাদের কাজ শেষ করে বিকাল তিনটার সময় এসে সাবটি রিস্কও করে নিয়ে যাবেন।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন মিয়াজি জানায় তাদের বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে ২০ ফুট অজগর  সাপ উদ্ধারের পর এলাকা বাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।বিশেষ করে ঐ ডোবার আশেপাশের যে সকল বাড়িতে শিশু বাচ্চা আছে তাদের মধ্যে শঙ্কা কাজ করছে বেশি।একাধিক ব্যক্তি জানায়,ইতিপূর্বে তারা এতো বড় সাপ দেখেনি।অজগর সাপটি সহজেই শিশু কিংবা বৃদ্ধা মানুষকে খেয়ে ফেলতে পারবে।তারা আরো জানায়,এর আগে গজারিয়ার বিভিন্ন স্থানে দুই একটি ছোট অজগর সাপ পাওয়া গেছে বলে যেনে থাকলেও তাদের চোখে এটাই বড়।এ সাপটি কি করে এখানে আসলো সে নিয়েও চলছে এলাকা জুড়ে নানা মন্তব্য।

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় পরিত্যক্ত ডোবা থেকে মিললো ২০ ফুট অজগর

আপডেট সময় : ০৫:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

সময় তখন সকাল ৬ কি সাড়ে ৬ টা,চিন্তাভাবনা ছিল ফজর নামাজ পড়েই বাড়ির পিছনের পরিত্যক্ত জায়গায় বৃষ্টির পানি শুকালে কিছু সবজির চারা লাগাবেন।সে উদ্দেশ্যে জায়গা পরিষ্কার করতে গেলেন বাড়ির গৃহিণী চায়না বেগম।চায়না বেগম গিয়েই দেখলো বিশাল বড় ভয়ানক এক সাপ,ভয়ে চিৎকার করে উঠলেন চায়না বেগম। তার চিৎকার শুনে সবাই বাড়ি থেকে বেড়িয়ে আসলে দেখতে পান বিশাল বড় অজগর সাপ পেঁচিয়ে আছে প্লাস্টিকের বেড়া জালে।

এমন ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ের পুরান বাউশিয়া গ্রামের দক্ষিণপাড়া মহল্লার ধনু মিয়াজির বাড়ির পিছনে পরিত্যক্ত ডোবায় চায়না বেগমদের বাড়িতে।

চায়না বেগমের আত্ম চিৎকারে নিমিষেই আশেপাশের বাড়ির থেকে ছুটে আশা অনেক মানুষের ভীর।পর্বতীতে এলাকার স্থানীয় আট থেকে দশ জন যুবক মিলে রশির সাহায্যে বেঁধে জাল দিয়ে প্রায় ২০ ফুট দৈর্ঘের এ বিশাল বড় অজগর  সাপটি ধনু মিয়াজির বাড়ির পেছনের ডোবা থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

পরে ৯৯৯ এ ফোন দিয়ে উপজেলা বন বিভাগ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে।তারা জানায় তাদের টিম বিশেষ অভিযানে গজারিয়ায় বাহিরে আছে।আসতে সময় লাগবে,তাদের কাজ শেষ করে বিকাল তিনটার সময় এসে সাবটি রিস্কও করে নিয়ে যাবেন।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন মিয়াজি জানায় তাদের বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে ২০ ফুট অজগর  সাপ উদ্ধারের পর এলাকা বাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।বিশেষ করে ঐ ডোবার আশেপাশের যে সকল বাড়িতে শিশু বাচ্চা আছে তাদের মধ্যে শঙ্কা কাজ করছে বেশি।একাধিক ব্যক্তি জানায়,ইতিপূর্বে তারা এতো বড় সাপ দেখেনি।অজগর সাপটি সহজেই শিশু কিংবা বৃদ্ধা মানুষকে খেয়ে ফেলতে পারবে।তারা আরো জানায়,এর আগে গজারিয়ার বিভিন্ন স্থানে দুই একটি ছোট অজগর সাপ পাওয়া গেছে বলে যেনে থাকলেও তাদের চোখে এটাই বড়।এ সাপটি কি করে এখানে আসলো সে নিয়েও চলছে এলাকা জুড়ে নানা মন্তব্য।