০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৎ ছেলেদের মারপিটে আহত আকিতার মা হাসপাতাল বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

সিরাজগঞ্জ রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়নে চকনূর গ্রামের বিধবা আকিতা খাতুনের মা চানবি খাতুন (৬৫)। আকিতার শত ছেলেদের মারপিটে আহত হয়ে আংশকাজনক অবস্থায় তিন দিন যাবত মৃত্যুের সাথে পাঞ্জা লড়ছেন। জানা যায়, গত ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৮ টার দিকে চকনূর গ্রামে বিধবা আকিতার নিজ বাড়ির সন্নিকটে এ ঘটনা ঘটে । ২০২২ সালে জানুয়ারি মাসে আকিতা খাতুনের স্বামী জেলা পুলিশ সদস্য জামাত আলী মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে স্থাবর অস্থাবর সম্পত্তি প্রথম স্ত্রীর দুই পুত্র ও দ্বিতীয় স্ত্রী আকিতা খাতুনের এক নাবালক পুত্র ও এক কন্যাসহ তিন জনের নামে ১১৮ শতক করে জমি পৃথক রেজিস্ট্রি ও নামজারির খাজনা খারিজ করে দিয়ে যান। কিন্তু প্রথম স্ত্রীর পুত্র আনিছার রহমান (৫০) ও বাবলু সেখ (৪৫) জাল দলিল সৃষ্টি করে সম্পূর্ণ জমি দখল করে নেয়। আকিতা খাতুনের পুত্র শের আলী (১১) ও কন্যা তানিয়া খাতুন ( ১৪) সহ আকিতার বৃদ্ধ মা বাবাকে যখন তখন মারপিট করে।
এ অভিযোগে রায়গঞ্জ থানায় ২৫ থেকে ৩০ টি অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে ইউ পি চেয়ারম্যান মেম্বার ও গ্রাম প্রধানদের শরণাপন্ন হয়েও কোন কাজ হয়নি। এছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও এ নির্যাতন থেকে পরিত্রান পায়নি। আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ছত্রছায়ায় থেকে আকিতার পরিবারের প্রতি অন্যায় অত্যাচার নির্যাতন করে আসছে। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার সকাল ৮ টার দিকে একই গ্রামে আকিতার ফুফুর বাড়ি যাওয়ার পথে প্রথম পক্ষের পুত্র ও পুত্রবধুরা চানবি খাতুনকে বেধড়ক মারপিট করে আংশকাজনক অবস্থায় ফেলে রেখে চলে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঐ বৃদ্ধা তিন দিন যাবত হাসপাতালের চতুর্থ তলায় মহিলা ওয়ার্ডের ৪ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ব্যাপারে আকিতার বড় ভাই আজগর আলী বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে।
জনপ্রিয় সংবাদ

সৎ ছেলেদের মারপিটে আহত আকিতার মা হাসপাতাল বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

আপডেট সময় : ০৪:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জ রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়নে চকনূর গ্রামের বিধবা আকিতা খাতুনের মা চানবি খাতুন (৬৫)। আকিতার শত ছেলেদের মারপিটে আহত হয়ে আংশকাজনক অবস্থায় তিন দিন যাবত মৃত্যুের সাথে পাঞ্জা লড়ছেন। জানা যায়, গত ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৮ টার দিকে চকনূর গ্রামে বিধবা আকিতার নিজ বাড়ির সন্নিকটে এ ঘটনা ঘটে । ২০২২ সালে জানুয়ারি মাসে আকিতা খাতুনের স্বামী জেলা পুলিশ সদস্য জামাত আলী মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে স্থাবর অস্থাবর সম্পত্তি প্রথম স্ত্রীর দুই পুত্র ও দ্বিতীয় স্ত্রী আকিতা খাতুনের এক নাবালক পুত্র ও এক কন্যাসহ তিন জনের নামে ১১৮ শতক করে জমি পৃথক রেজিস্ট্রি ও নামজারির খাজনা খারিজ করে দিয়ে যান। কিন্তু প্রথম স্ত্রীর পুত্র আনিছার রহমান (৫০) ও বাবলু সেখ (৪৫) জাল দলিল সৃষ্টি করে সম্পূর্ণ জমি দখল করে নেয়। আকিতা খাতুনের পুত্র শের আলী (১১) ও কন্যা তানিয়া খাতুন ( ১৪) সহ আকিতার বৃদ্ধ মা বাবাকে যখন তখন মারপিট করে।
এ অভিযোগে রায়গঞ্জ থানায় ২৫ থেকে ৩০ টি অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে ইউ পি চেয়ারম্যান মেম্বার ও গ্রাম প্রধানদের শরণাপন্ন হয়েও কোন কাজ হয়নি। এছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও এ নির্যাতন থেকে পরিত্রান পায়নি। আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ছত্রছায়ায় থেকে আকিতার পরিবারের প্রতি অন্যায় অত্যাচার নির্যাতন করে আসছে। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার সকাল ৮ টার দিকে একই গ্রামে আকিতার ফুফুর বাড়ি যাওয়ার পথে প্রথম পক্ষের পুত্র ও পুত্রবধুরা চানবি খাতুনকে বেধড়ক মারপিট করে আংশকাজনক অবস্থায় ফেলে রেখে চলে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঐ বৃদ্ধা তিন দিন যাবত হাসপাতালের চতুর্থ তলায় মহিলা ওয়ার্ডের ৪ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ব্যাপারে আকিতার বড় ভাই আজগর আলী বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে।