রাজারহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন স্থানে মাদক সেবন ও মাদকের রুট গুলোর উপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত গুরুত্ব পায়।
মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ের উপর কঠোর অবস্থানের বার্তা জানিয়ে আলোচনা করেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা ও সহকারী কমিশনার(ভূমি)আশাদুল হক। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সাম্প্রতিক সময়ের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে যে প্রক্রিয়া সৃষ্টি হয়েছে তার বিষয়ে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করতে বিশেষ একটি মহল নানামুখী আয়োজন করছে। এমন কার্যকলাপে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান তাদেরকে হুশিয়ারি দিয়ে বলেন-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কার্যকলাপ বরদাশত করা হবেনা।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আশাদুল হকের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ছাড়াও মিডিয়া কর্মীগণ এতে উপস্থিত ছিলেন।






















