কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষি প্রণোদনা কর্মসূচির (২০২৪-২৫) এর আওতায় রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ২৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে এই ধান বীজ বিতরণ করা হয়।
‘উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাইদুল ইসলাম।
বীজ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বছর উপজেলার বিভিন্ন এলাকার ৩ হাজার ১০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।






















