কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে দুইজন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড কার্তুজ এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।
২ ডিসেম্বর রাত ৯টা ২০ মিনিটে কক্সবাজার সদর থানার খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ ছনখোলা বাজার রোড থেকে সাম্পানঘাট পাড়া গামী রাস্তায় জাহাঙ্গীর কাশেমের মাছের প্রজেক্টের সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির পেছনের সিট থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান পুলিশ। পুলিশ আরো জানায়, খনর পেয়ে অভিযানে প্রথমে সিএনজি চালক আব্দুর রহিম ওরফে ইলিয়াস (৩৮) কে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে মুহুরী পাড়া থেকে দ্বিতীয় আসামী মোহাম্মদ ওসমান (৫৪) কে আটক করা হয়।
আসামী আব্দুর রহিম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড মুহুরী পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বজল কবির। মোহাম্মদ ওসমান দক্ষিণ মুহুরী পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত মোজাম্মেল হক।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড কার্তুজ এবং একটি সিএনজি। আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা সব সময় সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে আসছে। এই অভিযান তারই ধারাবাহিকতার একটি অংশ।





















