০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার অভিযান

জামালপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার অভিযান শুরু হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, আম্পায়ার, কোচ, রেফারী ও বিভিন্ন ক্লাবের সংগঠকবৃন্দ এই কার্যক্রমের আয়োজন করে।

এই অভিযানের উদ্বোধন করে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। এছাড়া জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, প্রায় এক বছর ধরে স্টেডিয়ামটি বন্ধ থাকায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। জেলার সকল পর্যায়ের ক্রীড়া কার্যক্রম চালু করার লক্ষে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে সকল সংস্কার কাজ শেষ করে খুব শীঘ্রই ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার টুর্নামেন্ট শুরু হবে। পরে সকলেই স্বেচ্ছশ্রমের ভিত্তিতে স্টেডিয়ামের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজে অংশ নেয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার অভিযান

আপডেট সময় : ০৭:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

জামালপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার অভিযান শুরু হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, আম্পায়ার, কোচ, রেফারী ও বিভিন্ন ক্লাবের সংগঠকবৃন্দ এই কার্যক্রমের আয়োজন করে।

এই অভিযানের উদ্বোধন করে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। এছাড়া জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, প্রায় এক বছর ধরে স্টেডিয়ামটি বন্ধ থাকায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। জেলার সকল পর্যায়ের ক্রীড়া কার্যক্রম চালু করার লক্ষে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে সকল সংস্কার কাজ শেষ করে খুব শীঘ্রই ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার টুর্নামেন্ট শুরু হবে। পরে সকলেই স্বেচ্ছশ্রমের ভিত্তিতে স্টেডিয়ামের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজে অংশ নেয়।