কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন এবং প্রথম শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪ এ দুটি অনুষদে শিক্ষাথী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে এ ভর্তি কার্যক্রম প্রথমদিনের মত শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো:রাশেদুল ইসলাম সোমবার বিকেলে আমাদের কুড়িগ্রাম জেলা সংবাদদাতাকে ভর্তি ও শ্রেণিপাঠদানের বিষয়ে নিশ্চিত করেন।
তিনি জানান,কৃষি ও মৎস্য দুটি অনুষদের প্রতিটিতে ৪০জন করে চাহিদা দেয়া হয়।এতে কৃষিগুচ্ছে মেধাতালিকা অনুযায়ী ৫৪জন শিক্ষাথর্ী নির্বাচিত হয়।প্রথম দফা তাদের মধ্য থেকে আজ ৯ডিসেম্বর সোমবার থেকে ভর্তি কার্যক্রম চালু হয়ে চলবে আগামী ১২তারিখ পর্যন্ত।পরবতর্ীতে অপেক্ষমান তালিকা থেকে আগামী ১২ তারিখ হতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
এদিকে,নতুন শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের শ্রেণিপাঠদান আগামী জানুয়ারি ২০২৫ এর শেষ সপ্তাহের দিকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় কৃতপক্ষ জানিয়েছেন।

























