০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারের সমুদ্র বালিয়াড়ি থেকে যাত্রা শুরু হলো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শনী

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে যাত্রা শুরু করল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শনী।
১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার সমুদ্র সৈকত লাবনী পয়েন্টে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয় এই ট্রফি। বিকেল ৩ টা পর্যন্ত দশরথীদের দেখা ও ছবি তোলার সুযোগ পেলেন কক্সবাজারের ক্রীড়াপ্রেনী, স্থানীয় জনতা ও হাজার হাজার পর্যটক।
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দেখতে আসা স্থানীয় ক্রীড়া প্রেমী হায়দার নেজাম বলেন, এই ট্রফি বাংলাদেশে প্রদর্শনীতে আসার পর প্রথম দিনেই কক্সবাজারে প্রদর্শনীর জন্য স্থান নির্বাচন করায় কক্সবাজারের সাধারণ মানুষ দেখতে পাওয়াই আমরা গৌরবান্বিত বোধ করছি। বিশ্বের দরবারে পর্যটন নগরী কক্সবাজার ও এই চ্যাম্পিয়ন ট্রফির প্রচারণায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারানো রশিদ বলেন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশের প্রদর্শনী পর্বের তিনদিনের এই কর্মসূচীর প্রথম দিন কক্সবাজার সমুদ্র সৈকত লাবনি পয়েন্ট থেকে  শুরু হওয়ায় অন্তবর্তী কালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা কে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য যে, গত ১৬ থেকে ২৮ নভেম্বর পাকিস্তান ও আফগানিস্তান সফর সমাপ্ত করে বাংলাদেশে আসে। গত ১০ ডিসেম্বর’২৪ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ ট্যুরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং  কমপ্লেক্সে সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ১৩ ডিসেম্বর শুক্রবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় নারী ও পুরুষ দলের খেলোয়ার সাবেক ক্রিকেটার ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ক্রিকেট সংগঠক ও সাংবাদিকদের জন্য এই টপি প্রদর্শিত হবে।
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের সমুদ্র বালিয়াড়ি থেকে যাত্রা শুরু হলো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শনী

আপডেট সময় : ০২:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে যাত্রা শুরু করল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শনী।
১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার সমুদ্র সৈকত লাবনী পয়েন্টে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয় এই ট্রফি। বিকেল ৩ টা পর্যন্ত দশরথীদের দেখা ও ছবি তোলার সুযোগ পেলেন কক্সবাজারের ক্রীড়াপ্রেনী, স্থানীয় জনতা ও হাজার হাজার পর্যটক।
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দেখতে আসা স্থানীয় ক্রীড়া প্রেমী হায়দার নেজাম বলেন, এই ট্রফি বাংলাদেশে প্রদর্শনীতে আসার পর প্রথম দিনেই কক্সবাজারে প্রদর্শনীর জন্য স্থান নির্বাচন করায় কক্সবাজারের সাধারণ মানুষ দেখতে পাওয়াই আমরা গৌরবান্বিত বোধ করছি। বিশ্বের দরবারে পর্যটন নগরী কক্সবাজার ও এই চ্যাম্পিয়ন ট্রফির প্রচারণায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারানো রশিদ বলেন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশের প্রদর্শনী পর্বের তিনদিনের এই কর্মসূচীর প্রথম দিন কক্সবাজার সমুদ্র সৈকত লাবনি পয়েন্ট থেকে  শুরু হওয়ায় অন্তবর্তী কালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা কে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য যে, গত ১৬ থেকে ২৮ নভেম্বর পাকিস্তান ও আফগানিস্তান সফর সমাপ্ত করে বাংলাদেশে আসে। গত ১০ ডিসেম্বর’২৪ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ ট্যুরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং  কমপ্লেক্সে সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ১৩ ডিসেম্বর শুক্রবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় নারী ও পুরুষ দলের খেলোয়ার সাবেক ক্রিকেটার ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ক্রিকেট সংগঠক ও সাংবাদিকদের জন্য এই টপি প্রদর্শিত হবে।