গতকাল শুক্রবার বিকেলে ফেনী সদর উপজেলার
আমতলী বাজার ঈদগাহ ময়দানে ধর্মপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা কাজী নুরুল হুদার সন্চালনায় ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টীম সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারী এড.জামাল উদ্দিন,সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান।এতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড.খোন্দকার জিয়াউর রহমান, উপজেলা সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন, মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা আতিকুল করিম প্রমুখ।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন,’ফ্যাসিষ্ট হাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে’।আগামীর বাংলাদেশ গঠনে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,জামায়াতে ইসলামী দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়।
অধ্যাপক আবু ইউসুফ বলেন, যাদের জীবনের বিনিময়ে দেশবাসী সর্বগ্ৰাসী জুলুমের হাত থেকে মুক্তি পেয়েছে সেসব বীর শহীদদেরকে জামায়াত দলীয় ভাবে বিবেচনা করেনা।তারা জাতীয় বীর।






















