কুমিল্লা’য় শুরু হয়েছে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নগরীর টাউন হল মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার(১৫ডিসেম্বর) সকালে
কুমিল্লা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী ও বিএনপি’র নেতৃবৃন্ধরা বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন।
কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ গড়া, আমাদের প্রত্যয়। বিগত ৫৩ বছর অনেক কথা দেশের মানুষকে শুনতে হয়েছে। চেতনা ছাড়া কোন জাতি তার কাক্ষিত স্থানে পৌছাতে পারে না। বাংলাদেশ কে বিভিন্ন সময় বিদেশিদের কাছ থেকে বিভক্ত করে রেখেছে। দেশের কল্যাণে নতুন বাংলাদেশের যে স্বপ্ন গুলো রয়েছে তা বাস্তবায়িত করতে হবে। দিবস পালন করলেই হবে না,এর মর্যাদা ধারন করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে।
বিজয় মেলা’য় স্বাগত বক্তব্য রাখেন-জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক)পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) নূরে আলম ভূইয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ মো.সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জিয়া উদ্দিন মো. রুবেল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা.নাসিমা আক্তার, মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিন, প্রবাসী কল্যাণ শাখা ও নেজারত শাখার সহাকরী কমিশনার ফরিদুল ইসলাম।
সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্ধ ও ছাত্র জনতা। বিজয় মেলায় নাচ, গান, নাটক, আবৃত্তি, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরীতে অংশগ্রহনকারী বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়াও মেলায় দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রয় করা হবে। ১৬ ডিসেম্বর বিকেলে মেলা শেষ হবে। নানা আয়োজনে বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। মেলায় প্রায় ৫০টি স্টল প্রর্দশন করতে পারবেন দর্শনার্থীরা।





















