প্রথম বারের মতো বিজয় দিবসে বিশেষ ভোজের আয়োজন করতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন। আগামী ১৬ ডিসেম্বর দুপুরে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
ডাইনিং ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ভোজের মেন্যুতে থাকবে পোলাও, গরুর মাংস, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস, ডিম, সালাদ এবং দই। অংশগ্রহণের জন্য টোকেন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। হলের আবাসিক শিক্ষার্থীরা ১৪ ডিসেম্বর রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ডাইনিং থেকে টোকেন সংগ্রহ সম্পন্ন করেছে।
হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরাই এই বিশেষ ভোজে অংশ নিতে পারবেন।
হলের আবাসিক শিক্ষার্থী তানভীর ইসলাম চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম বঙ্গবন্ধু হলে বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন করা হচ্ছে। এটি আমাদের জন্য এক অসাধারণ অনুভূতির বিষয়।
শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, “আবাসিক হলে থেকে অনেক সময় আমরা বিশেষ দিনগুলো তেমনভাবে উদযাপন করতে পারি না। তবে এই প্রথমবার হল প্রশাসন আমাদের জন্য বিজয় দিবসে এমন একটি আয়োজন করেছে, যা সত্যিই আমাদের মন ছুঁয়ে গেছে। বন্ধুদের সঙ্গে বসে এমন মেন্যুতে খাওয়ার সুযোগ আমাদের জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট আমিরুল ইসলাম মিরু জানান, “প্রথমবারের মতো হল প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিজয়ের দিনে শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে দিনটি কাটাতে পারে এবং ভালো খাবার উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন। এবার বড় পরিসরে কিছু করতে পারিনি, তবে ভবিষ্যতে এই দিনে বিনামূল্যে খাবার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে আলাপ করেছি।”






















