রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সান্ত্ব চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, ২৪ এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি। ২৪ এর আন্দোলনে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এর ফলে আমরা কোটা নিয়ে একটি বিপ্লব সাধন করেছি। এত কিছুর পরেও বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা বহাল থাকাটা অযৌক্তিক। তাছাড়া ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে যে ফি নেওয়া হয়, এটা তিন থেকে চারশ টাকা হলে ঠিক আছে। এখন অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত টাকা দেয়া অসম্ভব।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাহিদ বলেন, নতুন বাংলাদেশে পোষ্য কোটা নতুন করে বৈষম্য তৈরি করেছে। ভর্তি পরীক্ষার মতো জায়গায় কোটা অনেক যোগ্য শিক্ষার্থীদের তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এক প্রকার বাধা হয়ে দাড়িয়েছে
উদ্ভিদবিদ্যা বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী একেএম রাকিব হাসান বলেন, যে কোটার বিপক্ষে গিয়ে জীবন দিয়েছে বাংলাদেশের হাজারো সূর্য সন্তানেরা সেই কোটা পুনর্বহাল রাখা চব্বিশের বিপ্লবকে উপহাস করার শামিল। কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না।


























