১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে সিআরসির শীতবস্ত্র বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) এর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবীর পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে রবিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সিআরসির সভাপতি এমদাদুল হকের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মো শাহীদ কাওসার, সাবেক সহ সভাপতি হাসিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহ সভাপতি মুরছালিনসহ কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনটির সভাপতি এমদাদুল হক বলেন, শীতবস্ত্রহীন  মানুষের শীতের কষ্টকে লাঘব করতে এবং শীতবস্ত্রের মাধ্যমে পাওয়া উষ্মতাকে ভাগাভাগি করে নিতে সি আর সির এই  আয়োজন। পথশিশু এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে পেরে খুবই আনন্দিত। আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করতে পেরে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতেও ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) এই ধরনের কর্মসূচি পালন করবে বলে আশাকরি। পাশাপাশি বিত্তবানদের অসহায় শীতার্ত  মানুষের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

ইবিতে সিআরসির শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৯:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) এর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবীর পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে রবিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সিআরসির সভাপতি এমদাদুল হকের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মো শাহীদ কাওসার, সাবেক সহ সভাপতি হাসিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহ সভাপতি মুরছালিনসহ কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনটির সভাপতি এমদাদুল হক বলেন, শীতবস্ত্রহীন  মানুষের শীতের কষ্টকে লাঘব করতে এবং শীতবস্ত্রের মাধ্যমে পাওয়া উষ্মতাকে ভাগাভাগি করে নিতে সি আর সির এই  আয়োজন। পথশিশু এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে পেরে খুবই আনন্দিত। আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করতে পেরে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতেও ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) এই ধরনের কর্মসূচি পালন করবে বলে আশাকরি। পাশাপাশি বিত্তবানদের অসহায় শীতার্ত  মানুষের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি।