মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অধিকাংশ সরকারী অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ব্যাপক সমালোচনার ঝড়। জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে চলছে নানান আলোচনা—সমালোচনা। ক্ষোভ প্রকাশ করছেন সচেতন মহলেন ব্যক্তিগণ।
জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। ত্রিশাল উপজেলা প্রশাসনের অনুষ্ঠান সূচিতেও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে। তবে সরকারি নির্দেশনাকে মানেনি ত্রিশাল উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস, শিক্ষা অফিস, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সমাজসেবা অফিস ও হিসাব রক্ষণ অফিস। সরকারি এসব ভবনগুলো উপজেলা পরিষদ চত্বরে থাকলেও আলাদা আলাদা ভবনে নিজস্ব কার্যালয় রয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ত্রিশাল উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস, শিক্ষা অফিস, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সমাজসেবা ভবনসহ হিসাব রক্ষণ অফিসের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানিয়া রহমান জানান, ভুল বশতঃ পতাকা টানানো হয়নি। আমি সরাসরি অনুষ্ঠানস্থলে চলে গিয়ে ছিলাম। অফিসে যারা ছিল তারা হয়তো পতাকা টানাতে ভুলে গিয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ জানান, এ বিষয়টি আমার জানা নেই।






















