মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামসা ও মহাদেবপুর ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ০২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে প্রায় ৯০০০ ফিট পাইপ ও ০৫ টি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।
গতকাল বিকেলে মঙ্গলবার(১৭ ডিসেম্বর ) উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামসা ও মহাদেবপুর ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ০২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এ দন্ড প্রদান করেন এসএম ফয়েজ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।
অর্থদন্ডে দন্ডিতরা মানিকগঞ্জের শিবালয় উপজেলার কলাগারিয়া এলাকার মৃত শাহাদাত মিয়া ছেলে লুৎফর রহমান (৭০), লুৎফর রহমানের ছেলে গনি মিয়া (৩৫)
বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান,এ ধরনের অপরাধের সাথে কেহ জড়িত হলে বা থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।






















