চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কম্যাণ সমিতি’র প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টা দিকে চবির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ক্যাফেটেরিয়াতে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
১১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হয়েছেন চবির কলেজ পরিদর্শক দপ্তরের অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আবদুল মাবুদ মল্ল ও সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত সেকশন অফিসার মোহাম্মদ ইউসুফ।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আহমেদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম, কোষাধ্যক্ষ শামসুল আলম, প্রচার ও সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম উদ্দিন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক আবুল হোসেন সরকার। এছাড়া ৪ সদস্যের মধ্যে রয়েছেন মাওলানা জালাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম খান, বাদল কৃষ্ণ চৌধুরী ও মো. আবু তাহের।
কমিটির ৩ উপদেষ্টা হলেন, মোহাম্মদ হারুনুর রশীদ, কেএম নুর আহমদ ও মৌলানা মুহাম্মদ ইসমাইল।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, চবির অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক কল্যাণে এই সংগঠনের পথচলা শুরু হয়েছে। সমিতিকে বাংলাদেশ সরকারের ভলান্টারি সোসাল ওয়েলফেয়ার এজেন্সীস অর্ডিন্যান্সের অধীনে নিবন্ধিত করে প্রতিষ্ঠিত করতে চাই।























