দাগনভূঞা উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল উপজেলা ও পৌরসভার কমিটির অনুমোদন দেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক পদে মোহাম্মদ আকবর হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহমুদুর রহমান মাদু ও সদস্য সচিব পদে রয়েছেন কামরুল উদ্দিন।
পৌরসভা বিএনপির আহ্বায়ক পদে শফিকুর রহমান বাবুল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী সাইফুর রহমান স্বপন ও সদস্য সচিব পদে রয়েছেন হুমায়ূন কবির বাবু।
নবগঠিত কমিটির আহ্বায়ক আকবর হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আমরা এ দায়িত্ব যথাযথভাবে পালন করবো। অতিতের সকল ভেদাভেদ ভুলে বিএনপির সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা দাগনভূঞা উপজেলাকে একটি শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তুলবো। বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে আমরা সকল নেতাকর্মী একসাথে কাজ করে যাবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করার লক্ষে কাজ করে যাবো।






















