০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে সড়ক বন্ধ করে গরুর জন্য বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Oplus_131072

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে স্থানীয় নারী পুরুষের ৪ টি  গরু যাচাই-বাছাই না করে বিজিবি কর্তৃক ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশের পর প্রায় ৩ ঘন্টা প্রধান সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে দূর দূরান্তের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
সোমবার সকাল ১০ টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সাড়ে ১০ টা থেকে সড়ক অবরোধ করা হয়। প্রায় ৩ ঘন্টা কক্সবাজার টেকনাফ প্রধান সড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, ১৫ ডিসেম্বর হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার কৃষক আব্দু রহিম, ফজল করিম, ছালেহা বেগম, ছেনুয়ারা বেগমের ৪টি গরু প্রতিদিনের মতো সীমান্তে  চড়তে যায়। সেখান থেকে  যাচাই বাছাই না করে ধরে নিয়ে যায় হোয়াইক্যং বিওপির সদস্যরা।
গরুর মালিকরা স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর লিখিত সুপারিশ নিয়ে স্থানীয় বিওপি থেকে শুরু করে ব্যাটালিয়ন পর্যন্ত যোগাযোগ করেও ওই কৃষক কৃষাণীর গরু ফেরত পাইনি। উল্টো তারা নানাভাবে হয়রানি শিকার হয়ে হতাশ হয়ে পড়ে।
এর প্রতিবাদে সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। ফলে উভয় পাশের শত শত বিভিন্ন ধরনের যানবাহন আটকা  পড়ে। এতে  টেকনাফ কক্সবাজারগামী যাত্রীরা চরম  ভোগান্তিতে পরে।
পরে স্থানীয় প্রশাসনের আশ্বস্ত করার প্রেক্ষিতে সড়ক অবরোধ মুক্ত করায় যান চলাচল স্বাভাবিক হয়।
জনপ্রিয় সংবাদ

টেকনাফে সড়ক বন্ধ করে গরুর জন্য বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৫:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে স্থানীয় নারী পুরুষের ৪ টি  গরু যাচাই-বাছাই না করে বিজিবি কর্তৃক ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশের পর প্রায় ৩ ঘন্টা প্রধান সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে দূর দূরান্তের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
সোমবার সকাল ১০ টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সাড়ে ১০ টা থেকে সড়ক অবরোধ করা হয়। প্রায় ৩ ঘন্টা কক্সবাজার টেকনাফ প্রধান সড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, ১৫ ডিসেম্বর হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার কৃষক আব্দু রহিম, ফজল করিম, ছালেহা বেগম, ছেনুয়ারা বেগমের ৪টি গরু প্রতিদিনের মতো সীমান্তে  চড়তে যায়। সেখান থেকে  যাচাই বাছাই না করে ধরে নিয়ে যায় হোয়াইক্যং বিওপির সদস্যরা।
গরুর মালিকরা স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর লিখিত সুপারিশ নিয়ে স্থানীয় বিওপি থেকে শুরু করে ব্যাটালিয়ন পর্যন্ত যোগাযোগ করেও ওই কৃষক কৃষাণীর গরু ফেরত পাইনি। উল্টো তারা নানাভাবে হয়রানি শিকার হয়ে হতাশ হয়ে পড়ে।
এর প্রতিবাদে সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। ফলে উভয় পাশের শত শত বিভিন্ন ধরনের যানবাহন আটকা  পড়ে। এতে  টেকনাফ কক্সবাজারগামী যাত্রীরা চরম  ভোগান্তিতে পরে।
পরে স্থানীয় প্রশাসনের আশ্বস্ত করার প্রেক্ষিতে সড়ক অবরোধ মুক্ত করায় যান চলাচল স্বাভাবিক হয়।