অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য ফ্যাসিবাদিরা ষড়যন্ত্র করছে। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে মত বিনিময় সভায় তিনি আরো বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য ফ্যাসিবাদিরা বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, কেউ আইন হাতে তুলে নিবেন না। আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। এতে বিদেশীরা সরকারকে বেকায়দায় ফেলতে পারে এবং দেশ উন্নয়ন বঞ্চিত হবে। এর আগে তিনি ঈশ্বরগঞ্জ থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, আঠারোবাড়ি ইউনিয়ন ভূমি অফিস, আঠারোবাড়ি ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। ওই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মঞ্জুরুল হক হাসান, উপজেলা সুজনের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতি আহসানুল হক কাসেমী, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক হাসানুর রহমান সজিব প্রমুখ।
শিরোনাম
‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদিরা ষড়যন্ত্র করছে’
-
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- ।
- 132
ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম
জনপ্রিয় সংবাদ






















