১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে প্রভাবশালী কর্তৃক সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ

oppo_0

সিরাজগঞ্জের রায়গঞ্জে  এলজিডি  ও জেলা পরিষদের জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা  নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বুধবার সরেজমিনে গিয়ে দেখাযায়,  রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া- কাঠেরপুল সড়কের পূর্ব লক্ষীকোলা বাজারের রাস্তার গা ঘেষে জেলা পরিষদের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত জলিলের ছেলে  বেলাল হোসেন ও তার ছেলে সোহেল রানা । তিনি  দীর্ঘদিন টিনের বেড়া ও ছাউনি ঘর নির্মাণ করে  ব্যবসা করে আসলেও বর্তমান  প্রভাব খাটিয়ে এই পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন তারা ।
স্থানীয়রা বলেন,  বেলাল ও তার ছেলে সোহেল   অসৎ উদ্দেশ্যে সরকারি জমি অবৈধভাবে দখলের জন্য স্থাপনা নির্মাণ করছেন । এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
এ বিষয়ে জানতে চাইলে স্থাপনা নির্মাণকারী বেলাল হোসেন জানান, এত দিন আমি এখানে ব্যবসা করে এসেছি। তবে পাকা স্থাপনা নির্মাণ কাজ কেন করা হচ্ছে এমন প্রশ্নের জবাব দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।
বেলাল হোসেনের ছেলে সোহেল রানা গণমাধ্যম কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, আমি জেলা প্রেস ক্লাবের সভাপতিকে ফোন দিবো। আমি ছাত্র দলের একজন নেতা। এখানে এসে কোন লাভ নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির  জানান, জেলা পরিষদের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করার ব্যপারে জেলা  প্রশাসক মহোদয়কে জানানো হবে।  জেলা প্রশাসক  মহোদয় ম্যাজিষ্ট্রেড নিযুক্ত করার পর জেলা পরিষদের জায়গা দখল মুক্ত  ও  উচ্ছেদ করা হবে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পরিষদের জায়গা চিহ্নিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে প্রভাবশালী কর্তৃক সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ

আপডেট সময় : ০৪:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে  এলজিডি  ও জেলা পরিষদের জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা  নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বুধবার সরেজমিনে গিয়ে দেখাযায়,  রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া- কাঠেরপুল সড়কের পূর্ব লক্ষীকোলা বাজারের রাস্তার গা ঘেষে জেলা পরিষদের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত জলিলের ছেলে  বেলাল হোসেন ও তার ছেলে সোহেল রানা । তিনি  দীর্ঘদিন টিনের বেড়া ও ছাউনি ঘর নির্মাণ করে  ব্যবসা করে আসলেও বর্তমান  প্রভাব খাটিয়ে এই পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন তারা ।
স্থানীয়রা বলেন,  বেলাল ও তার ছেলে সোহেল   অসৎ উদ্দেশ্যে সরকারি জমি অবৈধভাবে দখলের জন্য স্থাপনা নির্মাণ করছেন । এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
এ বিষয়ে জানতে চাইলে স্থাপনা নির্মাণকারী বেলাল হোসেন জানান, এত দিন আমি এখানে ব্যবসা করে এসেছি। তবে পাকা স্থাপনা নির্মাণ কাজ কেন করা হচ্ছে এমন প্রশ্নের জবাব দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।
বেলাল হোসেনের ছেলে সোহেল রানা গণমাধ্যম কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, আমি জেলা প্রেস ক্লাবের সভাপতিকে ফোন দিবো। আমি ছাত্র দলের একজন নেতা। এখানে এসে কোন লাভ নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির  জানান, জেলা পরিষদের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করার ব্যপারে জেলা  প্রশাসক মহোদয়কে জানানো হবে।  জেলা প্রশাসক  মহোদয় ম্যাজিষ্ট্রেড নিযুক্ত করার পর জেলা পরিষদের জায়গা দখল মুক্ত  ও  উচ্ছেদ করা হবে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পরিষদের জায়গা চিহ্নিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।