১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৮ম ঘুড়ি উৎসব উৎযাপন

বিভিন্ন আনন্দ উৎসবের মাধ্যমে গতকাল ২৭ ডিসেম্বর ফরিদপুরে ৮ম ঘুড়ি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুধু হাজার নয় লক্ষ লোকের সমাগমে বর্নিল আয়োজনের মাধ্যমে ফরিদপুরের ধলার মোড়ে অষ্টম ঘুড়ি উৎসবে এবার ভিন্ন মাত্রার গন জোয়ার পরিলক্ষিত হয়েছে।
ফরিদপুর সিটি অর্গানাইজেশন এর আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদপুর মোহাম্মদ কামরুল হাসান মোল্লা । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পিপিএম মোহাম্মদ আব্দুল জলিল  ফরিদপুর।
নিচ্ছিদ্র নিরাপত্তার মাঝে জমকলো অনুষ্ঠানটিতে লক্ষ লক্ষ লোকের সমাগম  ও উপস্হিতি ছিলো।শৈশবের ঘুড়ি উড়ানোর সখ থেকেই এই উৎসব সকলের মন কেড়ে নেয় বলে অনেকেই জানিয়েছে। উৎসবে অংশগ্রহণ করতে পেরে অনেকেই নিজেকে শৈশব ও কৈশোরে হারিয়ে ফেলেছে বলে জানিয়েছে। আদরের সন্তানকে উৎসবে অংশগ্রহণ করানোর জন্য অভিভাবকদের হুমড়ি খেয়ে ভিড় দেখা গেছে। শুধু ফরিদপুর নয় ফরিদপুর জেলার আশেপাশের জেলা থেকেও অংশগ্রহণ করার জন্য এসেছে অনেক প্রতিযোগী এবং অনেক দর্শনার্থী।এটি বছরের নির্দিষ্ট কোনো সময় না হলেও আবহাওয়া এবং পরিস্থিতি বুঝে এর সময় নির্ধারণ করা হয়। সকলের সহযোগিতা ও উৎসাহ পেলে আরও বড় অনুষ্ঠানের আয়োজন করার জন্য প্রস্তুত রয়েছেন বলে আয়োজক কমিটি জানিয়েছেন।
শত শত ঘুড়ির মাঝে মোট ১৮ জনকে পুরস্কার দেয়া হয়েছে।
এতে ২০০ ফিট দৈর্ঘ্যের ড্রাগন ঘুড়ি নিয়ে ১ম হয়েছে কৃষ্ণ সমাদ্দার।
২য় হয়েছে লালন খান ও সিয়াম,ঘুড়িটি ছিল থ্রিডি ড্রাগন দৈর্ঘ্য ছিল  ২০০ফিট এবং মাল্টি কালারের।
এবং তৃতীয় স্থান অর্জন করেছে ফাহিম ইসলাম ড্রাগন ঘুড়িটির দৈর্ঘ্য ছিলো১৮০ ফিট।
অনুষ্ঠানটি প্রতিবছর রাত পর্যন্ত চললেও জনগনের নিরাপত্তা ও শীতের প্রকোপের কারনে এবার অনুঢ্ঠানটি চলে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।অনুষ্ঠানে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে বলে সকলের ধারণা।

জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

ফরিদপুরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৮ম ঘুড়ি উৎসব উৎযাপন

আপডেট সময় : ০৩:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বিভিন্ন আনন্দ উৎসবের মাধ্যমে গতকাল ২৭ ডিসেম্বর ফরিদপুরে ৮ম ঘুড়ি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুধু হাজার নয় লক্ষ লোকের সমাগমে বর্নিল আয়োজনের মাধ্যমে ফরিদপুরের ধলার মোড়ে অষ্টম ঘুড়ি উৎসবে এবার ভিন্ন মাত্রার গন জোয়ার পরিলক্ষিত হয়েছে।
ফরিদপুর সিটি অর্গানাইজেশন এর আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদপুর মোহাম্মদ কামরুল হাসান মোল্লা । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পিপিএম মোহাম্মদ আব্দুল জলিল  ফরিদপুর।
নিচ্ছিদ্র নিরাপত্তার মাঝে জমকলো অনুষ্ঠানটিতে লক্ষ লক্ষ লোকের সমাগম  ও উপস্হিতি ছিলো।শৈশবের ঘুড়ি উড়ানোর সখ থেকেই এই উৎসব সকলের মন কেড়ে নেয় বলে অনেকেই জানিয়েছে। উৎসবে অংশগ্রহণ করতে পেরে অনেকেই নিজেকে শৈশব ও কৈশোরে হারিয়ে ফেলেছে বলে জানিয়েছে। আদরের সন্তানকে উৎসবে অংশগ্রহণ করানোর জন্য অভিভাবকদের হুমড়ি খেয়ে ভিড় দেখা গেছে। শুধু ফরিদপুর নয় ফরিদপুর জেলার আশেপাশের জেলা থেকেও অংশগ্রহণ করার জন্য এসেছে অনেক প্রতিযোগী এবং অনেক দর্শনার্থী।এটি বছরের নির্দিষ্ট কোনো সময় না হলেও আবহাওয়া এবং পরিস্থিতি বুঝে এর সময় নির্ধারণ করা হয়। সকলের সহযোগিতা ও উৎসাহ পেলে আরও বড় অনুষ্ঠানের আয়োজন করার জন্য প্রস্তুত রয়েছেন বলে আয়োজক কমিটি জানিয়েছেন।
শত শত ঘুড়ির মাঝে মোট ১৮ জনকে পুরস্কার দেয়া হয়েছে।
এতে ২০০ ফিট দৈর্ঘ্যের ড্রাগন ঘুড়ি নিয়ে ১ম হয়েছে কৃষ্ণ সমাদ্দার।
২য় হয়েছে লালন খান ও সিয়াম,ঘুড়িটি ছিল থ্রিডি ড্রাগন দৈর্ঘ্য ছিল  ২০০ফিট এবং মাল্টি কালারের।
এবং তৃতীয় স্থান অর্জন করেছে ফাহিম ইসলাম ড্রাগন ঘুড়িটির দৈর্ঘ্য ছিলো১৮০ ফিট।
অনুষ্ঠানটি প্রতিবছর রাত পর্যন্ত চললেও জনগনের নিরাপত্তা ও শীতের প্রকোপের কারনে এবার অনুঢ্ঠানটি চলে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।অনুষ্ঠানে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে বলে সকলের ধারণা।