০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মুক্তিপণ নিয়েও আ’লীগ নেতাকে হত্যা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশ খুন হয়েছে। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা  করে।  শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পিছনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে এ ঘটনাটি ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী
রইচ উদ্দিন নামে এক বিএনপি কর্মীকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে।
পুলিশের ধারণা ঘাট নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যাকান্ড হতে পারে।
নিহত পলাশের ছোট ভাই লেলিন জানান, শনিবার দুপুরে পলাশকে বেঙ্গল টেক্সটাইল মিল এলাকা থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা তাকে হত্যার হুমকিও দেয়। পলাশের পরিবার টাকা দিতে রাজি হলে অপরিচিত দুই যুবক এসে মুক্তিপণের টাকা নিয়ে যায়। এরপরও পলাশ ফিরে না আসায় পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ করেন।
পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে নওয়াপাড়া উপ-কর কমিশনারের কার্যালয় এলাকায় পৌঁছায়। সেখানে স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে রইচউদ্দিন নামের এক ব্যক্তিকে চিহ্নিত করে। তাকে আটক করে গণপিটুনি দেয়। তার কাছ থেকে পাওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ভবনের গিয়ে পলাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাত সোয়া ১০ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এউ বিষয়ে অভয়নগর থানার ওসি এমদাদুল করিম জানিয়েছেন, নওয়াপাড়া নৌবন্দরের একটি ঘাটকে কেন্দ্র করে বিএনপিকর্মী রইচ উদ্দিনের সাথে পলাশের তার দ্বন্দ্ব চলে আসছিলো। এরই এর জের তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ ঘটনার সাথে জড়িত অভিযোগে গণপিটুনির শিকার রইচ উদ্দিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।
উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে জিয়াউদ্দিন পলাশের পিতা, শ্রমিক নেতা ও ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন। এবার তার ছেলেও হত্যা করা হলো।
জনপ্রিয় সংবাদ

যশোরে মুক্তিপণ নিয়েও আ’লীগ নেতাকে হত্যা

আপডেট সময় : ০৩:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশ খুন হয়েছে। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা  করে।  শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পিছনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে এ ঘটনাটি ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী
রইচ উদ্দিন নামে এক বিএনপি কর্মীকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে।
পুলিশের ধারণা ঘাট নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যাকান্ড হতে পারে।
নিহত পলাশের ছোট ভাই লেলিন জানান, শনিবার দুপুরে পলাশকে বেঙ্গল টেক্সটাইল মিল এলাকা থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা তাকে হত্যার হুমকিও দেয়। পলাশের পরিবার টাকা দিতে রাজি হলে অপরিচিত দুই যুবক এসে মুক্তিপণের টাকা নিয়ে যায়। এরপরও পলাশ ফিরে না আসায় পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ করেন।
পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে নওয়াপাড়া উপ-কর কমিশনারের কার্যালয় এলাকায় পৌঁছায়। সেখানে স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে রইচউদ্দিন নামের এক ব্যক্তিকে চিহ্নিত করে। তাকে আটক করে গণপিটুনি দেয়। তার কাছ থেকে পাওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ভবনের গিয়ে পলাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাত সোয়া ১০ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এউ বিষয়ে অভয়নগর থানার ওসি এমদাদুল করিম জানিয়েছেন, নওয়াপাড়া নৌবন্দরের একটি ঘাটকে কেন্দ্র করে বিএনপিকর্মী রইচ উদ্দিনের সাথে পলাশের তার দ্বন্দ্ব চলে আসছিলো। এরই এর জের তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ ঘটনার সাথে জড়িত অভিযোগে গণপিটুনির শিকার রইচ উদ্দিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।
উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে জিয়াউদ্দিন পলাশের পিতা, শ্রমিক নেতা ও ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন। এবার তার ছেলেও হত্যা করা হলো।