০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবি ক্যাম্পাসজুড়ে ২০২৪ এ আলোড়ন তোলা খবরসমূহ

ক্যাম্পাসে বইতে শুরু করেছে নতুন বছরের বাতাস। নতুন বছরের সূর্যোদয় হতে আর কয়েক ঘণ্টা বাকি। বছর জুড়ে আলোচিত সমালোচিত বেরোবির নানান ঘটনা। ২০২৪ সাল জুড়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটেছে নানা ঘটনা, জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেখা দিয়েছে দেশের ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট।এই গণঅভ্যুত্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ২০২৪ সালে ক্যাম্পাসে ঘটেছে আলোচিত নানা ঘটনা।

 বছরে  মাসেরও বেশি বন্ধ রোকেয়া বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের ক্যালেন্ডারে গণনা করে দেখা গেছে এবছরে সাপ্তাহিক বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার মিলে মোট ছুটি পড়েছে ১৫৬ দিন যা ৫ মাসের অধিক সময় যার মধ্যে শুধু বৃহস্পতিবারে ৫২ দিন। এভাবে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী বছরে ছুটি কাটান ৩৬৫ দিনের মধ্যে ২২১ দিন যা প্রায় ৭ মাসেরও অধিক সময়। যা অনেক আলোচনা সমালোচনার জন্ম দেয়। পরে বাধ্য হয়ে সিন্ডিকেটে বৃহস্পতিবারের ছুটি বন্ধ করে দেয় প্রশাসন।

১৫ বছর ধরে বেরোবিতে হয়নি পূর্ণাঙ্গ শহীদ মিনার 

প্রতিষ্ঠার ১৫ বছরেও নির্মাণ করা হয়নি স্থায়ী কোনো শহীদ মিনার, নেই ভাষা শহীদদের স্মরণে কোনো স্থাপনা। অথচ মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে স্থায়ী শহীদ মিনার।

নিয়োগ পরীক্ষায় ডাক পাননি স্বর্ণপদক জয়ী স্বল্পনা রানী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রভাষক হিসাবে নিয়োগ পরীক্ষায় ডাক পাননি প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী স্বল্পনা রানী।ওই পরীক্ষার্থী বেরোবি থেকে অর্থনীতি বিভাগে ভালো ফলাফলের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত হন। স্বল্পনা রানী অর্থনীতি বিভাগের ২০০৮-২০০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে তাকে পরীক্ষার সুযোগ না দিয়ে ঈদের ছুটিতে তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা আয়োজন করেন। এর আগেও একই ঘটনা ঘটে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে।

প্রশাসনিক ভবন অবরোধ

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন।৫ মে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান তুলেন।

সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ হোসেন। ১০ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রত্যয় স্কিম নিয়ে বেরোবি শিক্ষকদের আন্দোলন

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন আন্দোলন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা।গত বছরের ১৭ আগস্ট চালু হয় সর্বজনীন পেনশন। তখন এতে চারটি স্কিম (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) রাখা হয়। এই ঘোষণার সাত মাস পর যুক্ত করা হয় নতুন স্কিম ‘প্রত্যয়’। এতেই বিষয়টি নিয়ে প্রতিবাদী হয়ে কর্মবিরতিসহ নানা কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। এরই অংশ হিসেবে প্রত্যয় স্কিম প্রত্যাহারসহ পূর্বের পেনশন স্কিম চালু রাখা, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন কার্যকর করার দাবিতে লাগাতার কর্মসূচি দিয়েছে সংগঠনটি। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকরাও।

কোটা সংস্কার আন্দোলন  আবু সাইদ হত্যাকাণ্ড

 কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলন এবং আন্দোলনের গণঅভ্যুত্থানে পরিণতি পেতে অসামান্য ভূমিকা

জনপ্রিয় সংবাদ

পরশুরামে টিসিবির পণ্যে নিম্নমানের চাল নিয়ে ভোক্তাদের ক্ষোভ

বেরোবি ক্যাম্পাসজুড়ে ২০২৪ এ আলোড়ন তোলা খবরসমূহ

আপডেট সময় : ০৯:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ক্যাম্পাসে বইতে শুরু করেছে নতুন বছরের বাতাস। নতুন বছরের সূর্যোদয় হতে আর কয়েক ঘণ্টা বাকি। বছর জুড়ে আলোচিত সমালোচিত বেরোবির নানান ঘটনা। ২০২৪ সাল জুড়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটেছে নানা ঘটনা, জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেখা দিয়েছে দেশের ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট।এই গণঅভ্যুত্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ২০২৪ সালে ক্যাম্পাসে ঘটেছে আলোচিত নানা ঘটনা।

 বছরে  মাসেরও বেশি বন্ধ রোকেয়া বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের ক্যালেন্ডারে গণনা করে দেখা গেছে এবছরে সাপ্তাহিক বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার মিলে মোট ছুটি পড়েছে ১৫৬ দিন যা ৫ মাসের অধিক সময় যার মধ্যে শুধু বৃহস্পতিবারে ৫২ দিন। এভাবে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী বছরে ছুটি কাটান ৩৬৫ দিনের মধ্যে ২২১ দিন যা প্রায় ৭ মাসেরও অধিক সময়। যা অনেক আলোচনা সমালোচনার জন্ম দেয়। পরে বাধ্য হয়ে সিন্ডিকেটে বৃহস্পতিবারের ছুটি বন্ধ করে দেয় প্রশাসন।

১৫ বছর ধরে বেরোবিতে হয়নি পূর্ণাঙ্গ শহীদ মিনার 

প্রতিষ্ঠার ১৫ বছরেও নির্মাণ করা হয়নি স্থায়ী কোনো শহীদ মিনার, নেই ভাষা শহীদদের স্মরণে কোনো স্থাপনা। অথচ মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে স্থায়ী শহীদ মিনার।

নিয়োগ পরীক্ষায় ডাক পাননি স্বর্ণপদক জয়ী স্বল্পনা রানী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রভাষক হিসাবে নিয়োগ পরীক্ষায় ডাক পাননি প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী স্বল্পনা রানী।ওই পরীক্ষার্থী বেরোবি থেকে অর্থনীতি বিভাগে ভালো ফলাফলের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত হন। স্বল্পনা রানী অর্থনীতি বিভাগের ২০০৮-২০০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে তাকে পরীক্ষার সুযোগ না দিয়ে ঈদের ছুটিতে তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা আয়োজন করেন। এর আগেও একই ঘটনা ঘটে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে।

প্রশাসনিক ভবন অবরোধ

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন।৫ মে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান তুলেন।

সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ হোসেন। ১০ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রত্যয় স্কিম নিয়ে বেরোবি শিক্ষকদের আন্দোলন

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন আন্দোলন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা।গত বছরের ১৭ আগস্ট চালু হয় সর্বজনীন পেনশন। তখন এতে চারটি স্কিম (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) রাখা হয়। এই ঘোষণার সাত মাস পর যুক্ত করা হয় নতুন স্কিম ‘প্রত্যয়’। এতেই বিষয়টি নিয়ে প্রতিবাদী হয়ে কর্মবিরতিসহ নানা কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। এরই অংশ হিসেবে প্রত্যয় স্কিম প্রত্যাহারসহ পূর্বের পেনশন স্কিম চালু রাখা, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন কার্যকর করার দাবিতে লাগাতার কর্মসূচি দিয়েছে সংগঠনটি। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকরাও।

কোটা সংস্কার আন্দোলন  আবু সাইদ হত্যাকাণ্ড

 কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলন এবং আন্দোলনের গণঅভ্যুত্থানে পরিণতি পেতে অসামান্য ভূমিকা