যশোরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) দুপুরে কালেক্টরেট সভা কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাজিবুল আলমের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় তিনি বলেন, তারুণ্যে উৎসবে ৫২ দিনে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উৎসব ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হবে ১৯ জানুয়ারি। উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে, ফুটবল ক্রিকেট, ভলিবল,সাঁতার, লাড খেলা, হাডুডু, অ্যাথলেটিক্স ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ, পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার, নতুন প্রযুক্তি, স্বেচ্ছায় রক্তদান কর্মর্সচি, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, তারুণ্যের ভাবনায় থ্রি জিরো কনসেপ্ট, কিশোর কিশোরীদের পুষ্টি ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন,স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা এবং থ্যালাসিয়াম বিষয়ক ক্যাম্পেইন ও সেমিনার, প্রদর্শনী ও পচার প্রকাশণা, টালেন্ট হান্ট, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাওয়ার্ড ও বত্তি প্রদান, জনসচেতনতামুলক কার্যক্রম।
এরপর ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম যোগদান করার পর যেসব কার্যক্রম করেছেন সে বিষয়গুলো উত্থাপন করা হয়। কার্যক্রমে মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়, মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়. এডিএম আদালতে মামলা নিষ্পত্তি, শিক্ষা, সরকারি সম্পত্তি বেদখলমুক্ত করণ এবং ভুমি রাজস্ব সংক্রান্ত, গণশুনাণী এবং অনুদান, ভবদহ সমস্যা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ, অবকাঠামো উন্নয়ন, জুলাই-আগস্ট গণঅভ্যত্থানে শহিদ ও আহতদের তালিকা প্রণয়ন, দ্রব্যমূল্য এবং বাজার মনিটরিং সংক্রান্ত ও টিসিবি কার্যক্রম।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবীর নান্টু, প্রেসক্লা যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরে সভাপতি আকরামুজ্জামান, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, যুগান্তরের যশোর প্রতিনিধি ইন্দ্রজিৎ রায়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ প্রমুখ।




















