“মাদককে না বলি নিয়মিত খেলাধুলার চর্চা করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দীর্ঘ প্রায় ১৫বছর পর নওগাঁর রাণীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
১জানুয়ারি (বুধবার) বিকেলে উপজেলার শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্ণামেন্টে বিভিন্ন জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ফতেপুর ফুটবল একাদশ নওগাঁ টাইব্রেকারে ১-০ গোলে পত্নীতলা উপজেলা ফুটবল একাডেমীকে হারিয়ে বিজয়ী হয়। বহুদিন পর এমন ফুটবলের আয়োজনে খুশি ফুটবল প্রেমীরা। এসময় খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ফুটবল প্রেমীরা মাঠে জমায়েত হয়ে খেলা উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন-উল-হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল-ফারুক জেমস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টের সকল খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়ার এনামুল হক।
এসময় বক্তারা বলেন আমাদের সন্তানরা দিন দিন খেলা ছেড়ে যেভাবে ইলেকট্রনিক ডিভাইসের নেগেটিভ ব্যবহারের প্রতি আশক্ত হয়ে পড়ছে তাতে করে আমরা একটি মেধাবী ও সুস্থ্য প্রজন্ম গড়ে তোলা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এমন খারাপ প্রভাব থেকে বর্তমান ও আগামী প্রজন্মকে দূরে রাখতে হলে খেলার মাঠগুলোর সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন করে আকর্ষনীয় খেলার পরিবেশ সৃষ্টি করার কোন বিকল্প নেই। মাদক, মোবাইলসহ যে কোন খারাপ কাজ থেকে যুবকদের বিরত রাখতে হলে বেশি বেশি করে লেখার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আর খেলার প্রতি সেই আগ্রহের সৃষ্টি করতে চাইলে এমন খেলাধুলার টুর্ণামেন্টের আয়োজন করার কোন বিকল্প নেই। তাই এমন খেলার টুর্ণামেন্টের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতি আহ্বান জানানো হয়।
























