১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুল আদলে, চিপসের প্যাকেটে সাজানো হলো বরের গাড়ি

ফুল আদলে , চিপসের প্যাকেটে সাজানো হলো বরের গাড়ি!
বিয়ে মানেই সাজ সাজ রব। এর মধ্যে অন্যতম আকর্ষণ বরের গাড়ি। সাধারণত বরের গাড়ি ফুল দিয়ে সাজানো হয়, তবে এবার দেখা গেল এক ভিন্নতা। ফুলের আদলে বিভিন্ন চিপসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে গাড়ি। বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনে এমন অভিনব সাজের গাড়ির দেখা মিললো ফটিকছড়িউপজেলার  নাজিরহাটে।
 দেখা যায়, বরের গাড়িটি নানা রকমারি চিপসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে। উৎসুক জনতা ভিড় করছেন গাড়িটি এক নজর দেখতে এবং নানা উক্তি ছুঁড়ে দিচ্ছেন। বরের গাড়ি কনের বাড়িতে পৌঁছালে ছোট ছোট ছেলে-মেয়েরা দৌড়ে দৌড়ে চিপসগুলো খুলে নিতে দেখা যায়। এমনকি অনেক বড়রাও চিপস খুলে খেতে শুরু করেন। এ সময় লোকজনদের হাসাহাসিতে অন্যরকম এক আবহে রূপ নেয় বিয়েবাড়ি।
জানা গেছে, ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির কবির আহমদের ছেলে মোহাম্মদ আলী এমন সাজের গাড়ি নিয়ে নতুন বউ আনতে গিয়েছিলেন একই উপজেলার গোপালঘাটা গ্রামে।
বর মোহাম্মদ আলী বলেন, ‘আমার বিয়ের গাড়ি ভিন্ন কিছু দিয়ে সাজানোর ইচ্ছে ছিল। তাই এমনটি করেছি।’ বরের বড় ভাই মোহাম্মদ আইয়ুব ও আব্দুল মান্নান বলেন, ‘ছোট ভাইয়ের ইচ্ছাতেই এই সাজানো হয়েছে। এখন দেখি আমাদের ভাইয়ের বিয়ের গাড়ি ভাইরাল হয়ে গেছে।’
জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

ফুল আদলে, চিপসের প্যাকেটে সাজানো হলো বরের গাড়ি

আপডেট সময় : ০৩:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
ফুল আদলে , চিপসের প্যাকেটে সাজানো হলো বরের গাড়ি!
বিয়ে মানেই সাজ সাজ রব। এর মধ্যে অন্যতম আকর্ষণ বরের গাড়ি। সাধারণত বরের গাড়ি ফুল দিয়ে সাজানো হয়, তবে এবার দেখা গেল এক ভিন্নতা। ফুলের আদলে বিভিন্ন চিপসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে গাড়ি। বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনে এমন অভিনব সাজের গাড়ির দেখা মিললো ফটিকছড়িউপজেলার  নাজিরহাটে।
 দেখা যায়, বরের গাড়িটি নানা রকমারি চিপসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে। উৎসুক জনতা ভিড় করছেন গাড়িটি এক নজর দেখতে এবং নানা উক্তি ছুঁড়ে দিচ্ছেন। বরের গাড়ি কনের বাড়িতে পৌঁছালে ছোট ছোট ছেলে-মেয়েরা দৌড়ে দৌড়ে চিপসগুলো খুলে নিতে দেখা যায়। এমনকি অনেক বড়রাও চিপস খুলে খেতে শুরু করেন। এ সময় লোকজনদের হাসাহাসিতে অন্যরকম এক আবহে রূপ নেয় বিয়েবাড়ি।
জানা গেছে, ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির কবির আহমদের ছেলে মোহাম্মদ আলী এমন সাজের গাড়ি নিয়ে নতুন বউ আনতে গিয়েছিলেন একই উপজেলার গোপালঘাটা গ্রামে।
বর মোহাম্মদ আলী বলেন, ‘আমার বিয়ের গাড়ি ভিন্ন কিছু দিয়ে সাজানোর ইচ্ছে ছিল। তাই এমনটি করেছি।’ বরের বড় ভাই মোহাম্মদ আইয়ুব ও আব্দুল মান্নান বলেন, ‘ছোট ভাইয়ের ইচ্ছাতেই এই সাজানো হয়েছে। এখন দেখি আমাদের ভাইয়ের বিয়ের গাড়ি ভাইরাল হয়ে গেছে।’