০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিলে বিএনপির নেতার উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে বই উৎসব

নোয়াখালীর চাটখিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বুধবার ১ জানুয়ারি সকাল ১১ থেকে এই বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। সমাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যনার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এসময় বই উৎসবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা তাজুল ইসলাম ও একই বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতা মাসুদ আলম।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে।

চাটখিল উপজেলার শিক্ষা অফিসার মোঃ আবদুল হান্নান পাটওয়ারি বলেন, বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

চাটখিলে বিএনপির নেতার উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে বই উৎসব

আপডেট সময় : ০৩:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

নোয়াখালীর চাটখিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বুধবার ১ জানুয়ারি সকাল ১১ থেকে এই বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। সমাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যনার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এসময় বই উৎসবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা তাজুল ইসলাম ও একই বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতা মাসুদ আলম।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে।

চাটখিল উপজেলার শিক্ষা অফিসার মোঃ আবদুল হান্নান পাটওয়ারি বলেন, বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।