মুন্সিগঞ্জের গজারিয়ায় মরহুম হাশেম প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে স্হানীয় এক হাজার ৫শ’ অসচ্ছল পরিবারের মাঝে শীত বস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়।
হাশেম প্রধান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মুন্সীগঞ্জ জেলা জাসাস এর আহবায়ক মোঃ হাসান জাহাঙ্গীর প্রধানের সভাপতিত্বে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল মেম্বারের সঞ্চালনায়
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো: কামরুজ্জামান রতন,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম পারভেজ রেজা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাসুম।
বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান সফিক,যুগ্ম আহবায়ক ইসহাক আলী,মাসুদ ফারুক, বাউশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাসমত আলী তাঁতী,প্রতিষ্ঠাতা সভাপতি সাহাবুদ্দীন মৃধা, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুন্না,বাউশিয়া ইউপি চেয়ারন্যান(ভারপ্রাপ্ত) মোঃ এবাদুল হক,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মহন,গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নাজির আহম্মদ সিকদার ও শ্রমিকদলের নেতা আব্দুল মান্নান মিয়াজী,যুবদল নেতা রেজাউল করিম তারেক প্রমূখ।
হাসান জাহাঙ্গীর প্রধান বলেন, এ লেপ এবং এর কাভার দুই বছরের গ্যারান্টি দিয়ে দিলাম।দুই বছরের মধ্যে কোনো প্রকার ফাঁসকা উঠলে পরিবর্তন করে দেয়া হবে।




















