নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির উদ্যোগে দরিদ্র শীতার্থ অসহায় মানুয়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২:০০ টায় বিএনপির পার্টি অফিসে আট ইউনিয়নের প্রায় চারশো জন দুঃস্থ অসহায় পরিবার কে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।
এসময় তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সুখ-দুঃখে সাথে থাকে।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের মতো আমরা শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতে উপজেলার সকল ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত বিতরন করা হবে।
এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো সাইদুর ইসলাম সোহেল,সাংগঠনিক সম্পাদক মো রবিউল হাসান সহ আট টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















