মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় ডাক্তারখানা এলাকা উদ্বোধন করা হয়েছে জেম সেন্টার শিবালয় ফিটনেস ক্লাব ।
শুক্রবার বিকেলে কেক কেটে জীম সেন্টার শিবালয় ফিটনেস ক্লাব উদ্বোধন করা হয়।
শিবালয় ফিটনেস ক্লাবের স্বাত্তাধিকারী মোঃ আল আমিন এর সঞ্চালনায় চারবারের জাতীয় পর্যায় চ্যাম্পিয়ন জাহিদ হাসান শুভ কেক কেটে জিম সেন্টারের উদ্বোধন করেন।
এ সময় তিনি বিভিন্ন রকম শরীর চর্চার মেশিনের ব্যবহার প্রদর্শন করেন।
জাহিদ হাসান শুভ বলেন ,আরিচার মতো প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি জিম প্রতিষ্ঠিত হয়েছে। আমি এটার জন্য বিস্মিত হয়েছি। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা মাদকে না বলুন এবং জিম সেন্টারে ভর্তি হয়ে শারীরিক ব্যায়াম করুন। আপনাদের কাজের পাশাপাশি খেলাধুলা এবং ব্যায়ামের অভ্যাস তৈরি করুন।
এ সময়ের উপস্থিত ছিলেন মিঃ কেরানীগঞ্জের চ্যাম্পিয়ন মোঃ মনির হোসেন,মিঃ কেরানীগঞ্জের চ্যাম্পিয়ন শাওন এবং আর উপস্থিত ছিলেন মিঃ কেরানীগঞ্জের মোঃ রেজাউল করিমসহ আরিচা ফিটনেস ক্লাবের ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহিদ হাসান লিখন সহ স্থানীয়রা।




















