নাটোরের সিংড়া উপজেলায় ভিশন কোম্পানির গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটো (ভ্যান) চালক আহত হয়েছেন।
শনিবার সকাল নয়টায় সিংড়া উপজেলার জলারবাতা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত অটো (ভ্যান) চালক তারাশ উপজেলার মৃত্যু হরিশ চন্দ্র মোহন্তের ছেলে প্রদীপ কুমার( ৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন , সিংড়া উপজেলা থেকে রানীরহাট আসার সময় তার রাস্তার বাম পাশ দিয়ে অটো চালিয়ে আসছিলেন এবং কোম্পানির গাড়ী তার বিপরীত দিক থেকে বেপরোয়া ভাবে উল্টো সাইডে এসে অটো ভ্যানকে গুড়িয়ে দেয়। পরে অটো চালককে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ।
সিংড়া থানার ওসি মো: আসমাউল হক, সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।




















