বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন সোহরাওয়ার্দী কলেজের ৭ জন শিক্ষক।
গতকাল সোমবার (০৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছাঃ রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপকবৃন্দরা হলেন প্রাণিবিদ্যা বিভাগের মোঃ হুমায়ুন কবীর ও একই বিভাগের শিরিন সুলতানা, আরবী ও ইসলামী শিক্ষা বিভাগের নূরজাহান বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আফরুনা বীথি, পদার্থবিজ্ঞান বিভাগের তোফাজ্জল হোসেন মোল্লা ও একই বিভাগের ড. মোহাম্মদ এজাজুল করিম, ভূগোল বিভাগের সালমা খাতুন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক জাতীয় বেতন স্কেল ৫ম গ্রেডজাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড, টাকা ৪৩,০০০-৬৯,৮৫/- বেতন ক্রমে) বেতনক্রমে নিম্নেক্তভাবে পদায়ন করা হলো।
জানা গেছে, পদোন্নতি প্রাপ্ত সবাই ২৪-২৫ ব্যাচের কর্মকর্তা। ২৬ ব্যাচের কয়েকজন এর আগে পদোন্নতি দেওয়া হলেও এবারে তাদের আর কাউকে পদোন্নতি দেওয়া হয়নি।


























