১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে কলোনিতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪০টি ঘর

ফেনী পৌরসভার উত্তর সহদেবপুরে অগ্নিকাণ্ডে একটি কলোনির ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

গ্যাস লিকেজ থেকে ওই এলাকার মনসুর মিঞার টিনশেডের কলোনিতে লাগা আগুনের খবর মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্তত ৪০ টি পরিবারের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

হাজেরা আক্তার নামে কলোনির এক বাসিন্দা জানায়, আমরা সবাই দিনমজুর, দিনে এনে দিনে খাই। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও নিজেদের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি। খোলা আকাশের নিচে থাকতে হবে বলে জানান তিনি।

করিম নামে স্থানীয় এক যুবক বলেন, আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসে। পাশের জলাধার থেকে আমরা অনবরত পানি ঢেলেও নিয়ন্ত্রণে আনতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। নাহয় আশেপাশের আরও ভবন ক্ষতিগ্রস্ত হতো।

ফেনী মডেল থানার এসআই (উপপরিদর্শক) আনোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তা নিয়ন্ত্রণে আমরা কাজ করেছি। উৎসুক জনতার ভিড় সামলাতে কিছুটা হিমশিম খেলেও স্থানীয়রা আন্তরিক ছিল। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এই বিষয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন (পাশা) বলেন, কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ছুটে যায়। পাশে জলাশয় থাকায় সেখান থেকে পানি সংগ্রহ সহজতর হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

ফেনীতে কলোনিতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪০টি ঘর

আপডেট সময় : ০১:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

ফেনী পৌরসভার উত্তর সহদেবপুরে অগ্নিকাণ্ডে একটি কলোনির ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

গ্যাস লিকেজ থেকে ওই এলাকার মনসুর মিঞার টিনশেডের কলোনিতে লাগা আগুনের খবর মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্তত ৪০ টি পরিবারের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

হাজেরা আক্তার নামে কলোনির এক বাসিন্দা জানায়, আমরা সবাই দিনমজুর, দিনে এনে দিনে খাই। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও নিজেদের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি। খোলা আকাশের নিচে থাকতে হবে বলে জানান তিনি।

করিম নামে স্থানীয় এক যুবক বলেন, আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসে। পাশের জলাধার থেকে আমরা অনবরত পানি ঢেলেও নিয়ন্ত্রণে আনতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। নাহয় আশেপাশের আরও ভবন ক্ষতিগ্রস্ত হতো।

ফেনী মডেল থানার এসআই (উপপরিদর্শক) আনোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তা নিয়ন্ত্রণে আমরা কাজ করেছি। উৎসুক জনতার ভিড় সামলাতে কিছুটা হিমশিম খেলেও স্থানীয়রা আন্তরিক ছিল। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এই বিষয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন (পাশা) বলেন, কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ছুটে যায়। পাশে জলাশয় থাকায় সেখান থেকে পানি সংগ্রহ সহজতর হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না বলে জানান তিনি।