মুন্সিগঞ্জের গজারিয়ায় হাসপাতাল রোড ব্রাদার্স ইউনিটি ক্লাব ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৪-২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে আটার সময় ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রঙ্গনে ব্রাদাস্ ইউনিটি ক্লাব বনাম ফ্রেন্ড স্পোটিং ক্লাব এর মাঝে এই ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রেন্ডস ক্লাবকে ২-০ গেইমে হারিয়ে ব্রাদার্স ইউনিটি ক্লাব জয়লাভ করেন।মিনহাস ম্যান অফ দ্যা সিরিজ, শুভ ম্যান অফ দ্যা ফাইনাল। নাজমুল ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন
কলিমউল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. নুরুল আমিন সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ ক্যালাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুম (ভিপি)। মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মো: সিরাজুল ইসলাম পিন্টু। গজারিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: ইসাক আলী। মুন্সিগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো: ইদ্রিস মিয়াজী ভিপি মোহন। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মো: মাসুদ ফারুক। মুন্সিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজ্জাম্মেল হক মুন্না। ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো: আবুল হোসেন। মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাইদুর রহমান। ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালায়ের সিনিয়র শিক্ষক আল- আমিন সরকার। গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নাজির শিকার। তানছাড়া এই টুর্ণামেন্টটির সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম তারেক। খেলাটি আয়োজনে ছিল ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: দাইয়ান ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জহির আহম্মেদ ফরহাদ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিয়াল ফ্রেন্ডস্ অর্গানাইজেশন-১৯৯৭ ও লক্ষ্মীপুর ইউনিট ক্লাব সকল সদস্যবৃন্দ প্রমুখ।




















