জামালপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কলেজ রোড ও মুসলিমাবাদে পৃথক পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে গেয়েন্দা পুলিশ।
গত বুধবার (৮ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা-১ এর বিশেষ অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়। এবিষয়ে বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের হোয়াটসঅ্যাপে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, শহরের দেওয়ানপাড়া নিবাসী মনজুরুল করিমের ছেলে মো. নুর নবী স্বরণ (২৮), মুসলিমাবাদের মোস্তফার ছেলে মো. রাজিব (২৮), বজ্রাপুর পালপাড়া নিবাসী রমেশ চন্দ্র পালের ছেলে রঞ্জন কুমার পাল (৩৪)।
জানা যায়, জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম, সেবা) মহোদয় এর নির্দেশনায় এসআই মো. আব্দুল্লাহ আল আজাদ এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ দল বিশেষ অভিযান পরিচালনা করে এদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিগণ মাদক ব্যবসার কথা স্বীকার করে এবং বুধবার রাতেই সদর থানায় মামলা নং-২৩, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর ২৯(ক)/৪১ রজু পূর্বক আটক ব্যক্তিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।




















