জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে গণ অনশন কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
গত বৃহষ্পতিবার (০৯ জানুয়ারী) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারন শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা আগামী রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসন নিশ্চিতে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ শিক্ষার্থী ফেরদৌস শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা আগামী ১২ জানুয়ারি সকাল ৯টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর না করার প্রতিবাদে এবং অস্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে অনশনে বসছি। আপনাদের কেউ আমাদের সঙ্গে যোগ দিতে চাইলে অনুগ্রহ করে যুক্ত হতে পারেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশনে থাকবো। তিনি আরও জানান, আন্দোলন হবে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোন দলের মুখপাত্র প্রয়োজন নেই। এইসব মুখপাত্র আমাদের আগের আন্দোলন কে বিনষ্ট করেছে। ২য় ক্যাম্পাস সেনাবাহিনী কে ছাড়া অন্যকোন চিন্তা থাকলে সাবধান হয়ে যান। সবাই প্রস্তুত হোন আর কোন নাটক দেখার সময় নাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মো: ফসসাল মুরাদ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন। এবং সকলকে স্বতঃস্ফূর্তভাবে গণ অনশনে যোগ দিতে বলেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তরসহ তিন দাবিতে আন্দোলন করেন এবং সচিবালয় অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন বলা হয়, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তরে বাধা নেই। এ বিষয়ে সহযোগিতা করবে মন্ত্রণালয়। তবে দুই মাস পেরোলেও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।


























