১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে শিশু আহাদ হত্যার প্রতিবাদে খেলাঘরের মানববন্ধন 

কক্সবাজারে প্রথম শ্রেনীর ছাত্র, আনন্দময় খেলাঘর আসরের সদস্য, আল মাহমুদ হক আহাদের হত্যাকারিদের আটক করে দ্রুত বিচারের দাবিতে আনন্দময় খেলাঘর আসরের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল (১০ জানুয়ারি) শুক্রবার, সকাল ১১টায়,  দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আনন্দময় খেলাঘর আসরের সভাপতি অসিম কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক, এম জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌরকাউন্সিলার, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সাবেক পৌর কাউন্সিলর রাজ বিহারি দাশ, খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম মাস্টার, ইউপি সদস্য নাছির উদ্দীন, ইউপি সদস্য অর্চনা প্রভা দে, পরিতোষ দত্ত, রানা মল্লিক,  বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার সদর উপজেলা কমিটির সভাপতি মো এনামুল হক চৌধুরী, মো নাছির উদ্দীন, এডভোকেট রুকুনুজ্জামান খান, নয়ন দে, জয়নাল আবেদীন তাওহিদি, মো হানিফ, মাস্টার পথিক চন্দ্র দে, আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক, মো শহিদুল্লা, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য, আনন্দময় খেলাঘর আসরের সাবেক সভাপতি ধ্রুবসেন দের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা বলেন, শিশু আল মাহমুদ হক আহাদের হত্যাকারি দের দ্রুত খুঁজে আটক করার দাবি জানান। বক্তারা আরো বলেন,পর্যটন নগরী কক্সবাজারের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। গত কয়দিন আগে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। প্রতিদিন কোন না কোন ঘটনা হচ্ছে। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর প্রতি জোর দাবি করছি। দ্রুত সময়ের মধ্যে আহাদ হত্যাকারিদের আটক করে তার বিচারের দাবি জানাচ্ছি। অন্যতায় খেলাঘর সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
গত ৮ জানুয়ারি বুধবার, দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ডিসি পাহাড় এলাকা থেকে শিশু আল মাহমুদ হক আহাদ নিখোঁজের ৯ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়।
আহাদের বাবা আনন্দময় খেলাঘর আসরের পরিচালনা কমিটির সদস্য ও কক্সবাজার জেলা প্রশাসনের ৪র্থ শ্রেনির কর্মচারি আনোয়ারুল হক
জানান,  আহাদ এই দিন বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয়ে ৫টায় নিখোঁজ হয়৷ সারাদিন খোঁজাখুঁজির পরও কোথাও সন্ধান পায়নি।  প্রায় ৯ ঘন্টা পর তার লাশের সন্ধান পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় আহাদের মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ খান জানান, শিশু আহাদের মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছেন তারা। আশা করছেন মৃত্যুর রহস্য বের হবে দ্রুত এবং আসামি শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছেন।
জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

কক্সবাজারে শিশু আহাদ হত্যার প্রতিবাদে খেলাঘরের মানববন্ধন 

আপডেট সময় : ০৭:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
কক্সবাজারে প্রথম শ্রেনীর ছাত্র, আনন্দময় খেলাঘর আসরের সদস্য, আল মাহমুদ হক আহাদের হত্যাকারিদের আটক করে দ্রুত বিচারের দাবিতে আনন্দময় খেলাঘর আসরের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল (১০ জানুয়ারি) শুক্রবার, সকাল ১১টায়,  দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আনন্দময় খেলাঘর আসরের সভাপতি অসিম কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক, এম জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌরকাউন্সিলার, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সাবেক পৌর কাউন্সিলর রাজ বিহারি দাশ, খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম মাস্টার, ইউপি সদস্য নাছির উদ্দীন, ইউপি সদস্য অর্চনা প্রভা দে, পরিতোষ দত্ত, রানা মল্লিক,  বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার সদর উপজেলা কমিটির সভাপতি মো এনামুল হক চৌধুরী, মো নাছির উদ্দীন, এডভোকেট রুকুনুজ্জামান খান, নয়ন দে, জয়নাল আবেদীন তাওহিদি, মো হানিফ, মাস্টার পথিক চন্দ্র দে, আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক, মো শহিদুল্লা, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য, আনন্দময় খেলাঘর আসরের সাবেক সভাপতি ধ্রুবসেন দের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা বলেন, শিশু আল মাহমুদ হক আহাদের হত্যাকারি দের দ্রুত খুঁজে আটক করার দাবি জানান। বক্তারা আরো বলেন,পর্যটন নগরী কক্সবাজারের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। গত কয়দিন আগে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। প্রতিদিন কোন না কোন ঘটনা হচ্ছে। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর প্রতি জোর দাবি করছি। দ্রুত সময়ের মধ্যে আহাদ হত্যাকারিদের আটক করে তার বিচারের দাবি জানাচ্ছি। অন্যতায় খেলাঘর সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
গত ৮ জানুয়ারি বুধবার, দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ডিসি পাহাড় এলাকা থেকে শিশু আল মাহমুদ হক আহাদ নিখোঁজের ৯ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়।
আহাদের বাবা আনন্দময় খেলাঘর আসরের পরিচালনা কমিটির সদস্য ও কক্সবাজার জেলা প্রশাসনের ৪র্থ শ্রেনির কর্মচারি আনোয়ারুল হক
জানান,  আহাদ এই দিন বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয়ে ৫টায় নিখোঁজ হয়৷ সারাদিন খোঁজাখুঁজির পরও কোথাও সন্ধান পায়নি।  প্রায় ৯ ঘন্টা পর তার লাশের সন্ধান পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় আহাদের মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ খান জানান, শিশু আহাদের মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছেন তারা। আশা করছেন মৃত্যুর রহস্য বের হবে দ্রুত এবং আসামি শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছেন।