০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের গজারিয়া রাস্তা পারাপারের সময় মসজিদের ইমাম সহ দুই জন নিহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে  দূর্ঘটনায় ইমাম সহ ২ জন নিহত হয়েছে।
শানিবার সকাল ১০টায় গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জামালদি স্টান্ড এলাকায় মহা সড়ক পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় সৈয়দ আহম্মেদ নামে একজন মসজিদের ইমাম মারা গেছে।
জানা যায়,মৃত্যু সৈয়দ আহম্মেদ গজারিয়ার হোসেন্দি ইউনিয়নের ভাঁটি বলাকি পশ্চিম পাড়া এস.ডি খাঁন জামে মসজিদের ইমাম ছিলেন।
সৈয়দ আহম্মেদের আত্মীয় সুমন জানান,ওনি আমার ফুফা হয়,ওনার বাড়ি চাঁদপুর জেলার, মতলব উপজেলার শ্যামনগর গ্রামে।ওনি কি কারনে এখানে এসে ছিলো আমরা জানিনা।
ভাঁটি বলাকি পশ্চিম পাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল রহিম জানান,সকালে এক সঙ্গে নামাজ পড়েছি।পরে সকাল নয়টার সময় হুজুর বলল, ওনার একটু ছুটি লাগবে,দাউদকান্দি এলাকায় ওনার নাকি দাওয়াত আছে।এ বলে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ওনি।এর আধাঘন্টা পরে আমার কাছে সংবাদ আসে হুজুর মারা গেছে।
অপর দিকে একি উপজেলার বাউশিয়া ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার রাত আনুমানিক ৯ ঘটিকায়  আকিজ কোম্পানির এক শ্রমিক রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপার মারা যায়।জানা যায়,ওই শ্রমিকের নাম আবুবকর, বাড়ি বগুড়ায়।আকিজ কোম্পানিতে কাজ করতেন।
গজারিয়া হাইওয়ে থানার ওসি হুমায়ূন কবির জানায়,সংবাদের পরপর আমরা সেখানে যাই, ঘটনা স্থলেই সৈয়দ আহম্মেদ নামে একজন মারা যায়।রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ওনাকে চাপ দিলে মাথায় রক্তক্ষরণ হয়ে মারা যায় ওনি।সৈয়দ আহমদ এর লাশ থানায় রয়েছে।ওনার আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ চালাচ্ছি।অপর দিকে আবুবকর নামে শুক্রবার রাত ৯টায় আকিজ কোম্পানির শ্রমিক একি ভাবে রাস্তা পারাপারের মারা যায় বলে জানায়।
জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

মুন্সিগঞ্জের গজারিয়া রাস্তা পারাপারের সময় মসজিদের ইমাম সহ দুই জন নিহত

আপডেট সময় : ০২:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে  দূর্ঘটনায় ইমাম সহ ২ জন নিহত হয়েছে।
শানিবার সকাল ১০টায় গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জামালদি স্টান্ড এলাকায় মহা সড়ক পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় সৈয়দ আহম্মেদ নামে একজন মসজিদের ইমাম মারা গেছে।
জানা যায়,মৃত্যু সৈয়দ আহম্মেদ গজারিয়ার হোসেন্দি ইউনিয়নের ভাঁটি বলাকি পশ্চিম পাড়া এস.ডি খাঁন জামে মসজিদের ইমাম ছিলেন।
সৈয়দ আহম্মেদের আত্মীয় সুমন জানান,ওনি আমার ফুফা হয়,ওনার বাড়ি চাঁদপুর জেলার, মতলব উপজেলার শ্যামনগর গ্রামে।ওনি কি কারনে এখানে এসে ছিলো আমরা জানিনা।
ভাঁটি বলাকি পশ্চিম পাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল রহিম জানান,সকালে এক সঙ্গে নামাজ পড়েছি।পরে সকাল নয়টার সময় হুজুর বলল, ওনার একটু ছুটি লাগবে,দাউদকান্দি এলাকায় ওনার নাকি দাওয়াত আছে।এ বলে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ওনি।এর আধাঘন্টা পরে আমার কাছে সংবাদ আসে হুজুর মারা গেছে।
অপর দিকে একি উপজেলার বাউশিয়া ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার রাত আনুমানিক ৯ ঘটিকায়  আকিজ কোম্পানির এক শ্রমিক রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপার মারা যায়।জানা যায়,ওই শ্রমিকের নাম আবুবকর, বাড়ি বগুড়ায়।আকিজ কোম্পানিতে কাজ করতেন।
গজারিয়া হাইওয়ে থানার ওসি হুমায়ূন কবির জানায়,সংবাদের পরপর আমরা সেখানে যাই, ঘটনা স্থলেই সৈয়দ আহম্মেদ নামে একজন মারা যায়।রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ওনাকে চাপ দিলে মাথায় রক্তক্ষরণ হয়ে মারা যায় ওনি।সৈয়দ আহমদ এর লাশ থানায় রয়েছে।ওনার আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ চালাচ্ছি।অপর দিকে আবুবকর নামে শুক্রবার রাত ৯টায় আকিজ কোম্পানির শ্রমিক একি ভাবে রাস্তা পারাপারের মারা যায় বলে জানায়।