নওগাঁর পত্নীতলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ এর আয়োজনে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গত কয়েক দিন থেকে শৈত্য প্রবাহে বেড়েছে শীতের তীব্রতা, এতে দুস্থ অসহায় ছিন্নমূল মানুষেরা চরম বেকায়দায় পড়েছে। এসব মানুষদের উষ্ণ ভালবাসা দিতে অসকস বাংলাদেশ শীতবস্ত্র বিতরন করেন।
শনিবার (১১জানুয়ারি) সকালে নওগাঁ রোডের পাশে সংস্থার অস্থায়ী কার্যালয়ে কর্পোরাল মোঃ মোরশেদুল হক(অবঃ) এর সভাপতিত্বে ও
সার্জেন্ট মোঃ আমজাদ হোসেন(অবঃ) এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম(অবঃ)।
এসময় উপস্থিত ছিলেন (অসকস) বাংলাদেশ এর বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য বৃন্দ সুধিজন প্রমূখ । এ দেড়শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




















