০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রান পিয়াভে ফুড কোর্টের শুভ উদ্বোধন

ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রান পিয়াভে ফুড কোর্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধা ৫ টায় ফিতা কেটে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে GRAN PIAVE উদ্বোধন করেন ভেনিস মেট্রোপলিটন সিটির মেয়র Luigi Brugnaro।
রেস্টুরেন্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মেয়র সহ অতিথিরা রেস্টুরেন্টের প্রবেশ করে ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন ভেনোতো বিভাগের এমপি Raffaele Speranzon,
রাফায়েলে স্পেরাঞ্জন
Assessore al Commercio Sebastiano Costalonga,
আসসেসরে কমার্স সেবাস্তিয়ানো কস্তালংগা
Assessore alla Coesione Sociale Simone Venturini,
আসসেসরে সোশ্যাল সিমোনে ভেন্তুরিনী
Assessore Servizi al cittadino
Politiche educative LAURA BESIO
এসেসরে পলিটিক্স এবং শিক্ষা  লাওরা বেজিও
vicecomandante della Polizia locale gianni Gianni Franzoi
পুলিশ লোকালের ভাইস কমান্ডার জিয়ান্নি ফ্রানজই
উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিসের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ববসায়ী সহ ইতালীয়ান এবং বাংলাদেশী কমিউনিটির কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং রেস্টুরেন্টের সফলতা কামনা  করেন।
ইতালিয়ান ও বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে রেস্টুরেন্টের তিন কর্ণধার কেক কাটেন এবং উপস্থিত সবাইকে কেক বন্টন করেন।
ভেনিসে এই প্রথম কোনো বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মেয়র ও এমপিদের উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রাণিত করেছে। প্রবাসীরা মনে করে এটি বাংলাদেশিদের গর্ব করার মতো একটি ঘটনা।
এছাড়াও মেয়র উদ্বোধন শেষে বাংলাদেশিদের প্রশংসা করেন এবং আগামীতে আরো যেন ভেনিস সহ গোটা ইতালিতে বাংলাদেশিরা আরো তাদের সুনাম বৃদ্দি করবে বলে আশা করেন।
গ্রান পিয়াবে ফুড কোর্টের কর্ণধার ভেনিসের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শাহাদাত হোসেন ,মাসুম খান ও মাহবুবুর রহমান একসাথে মিলিত হয়ে কটি ভালো মানের সম্পূর্ণ হালাল এই রেস্টুরেন্ট পরিচালনা করবে বলে জানান। তারা আশা করছেন এই উদ্বোধনের মধ্য দিয়ে খাবারের মান শতভাগ ধরে রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সকলেই এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং হালাল ভাবে রেস্টুরেন্ট পরিচালনার জন্য দোয়া করেন। পরিশেষে আপ্পায়ন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি গোঠে।
জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রান পিয়াভে ফুড কোর্টের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০১:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রান পিয়াভে ফুড কোর্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধা ৫ টায় ফিতা কেটে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে GRAN PIAVE উদ্বোধন করেন ভেনিস মেট্রোপলিটন সিটির মেয়র Luigi Brugnaro।
রেস্টুরেন্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মেয়র সহ অতিথিরা রেস্টুরেন্টের প্রবেশ করে ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন ভেনোতো বিভাগের এমপি Raffaele Speranzon,
রাফায়েলে স্পেরাঞ্জন
Assessore al Commercio Sebastiano Costalonga,
আসসেসরে কমার্স সেবাস্তিয়ানো কস্তালংগা
Assessore alla Coesione Sociale Simone Venturini,
আসসেসরে সোশ্যাল সিমোনে ভেন্তুরিনী
Assessore Servizi al cittadino
Politiche educative LAURA BESIO
এসেসরে পলিটিক্স এবং শিক্ষা  লাওরা বেজিও
vicecomandante della Polizia locale gianni Gianni Franzoi
পুলিশ লোকালের ভাইস কমান্ডার জিয়ান্নি ফ্রানজই
উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিসের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ববসায়ী সহ ইতালীয়ান এবং বাংলাদেশী কমিউনিটির কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং রেস্টুরেন্টের সফলতা কামনা  করেন।
ইতালিয়ান ও বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে রেস্টুরেন্টের তিন কর্ণধার কেক কাটেন এবং উপস্থিত সবাইকে কেক বন্টন করেন।
ভেনিসে এই প্রথম কোনো বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মেয়র ও এমপিদের উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রাণিত করেছে। প্রবাসীরা মনে করে এটি বাংলাদেশিদের গর্ব করার মতো একটি ঘটনা।
এছাড়াও মেয়র উদ্বোধন শেষে বাংলাদেশিদের প্রশংসা করেন এবং আগামীতে আরো যেন ভেনিস সহ গোটা ইতালিতে বাংলাদেশিরা আরো তাদের সুনাম বৃদ্দি করবে বলে আশা করেন।
গ্রান পিয়াবে ফুড কোর্টের কর্ণধার ভেনিসের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শাহাদাত হোসেন ,মাসুম খান ও মাহবুবুর রহমান একসাথে মিলিত হয়ে কটি ভালো মানের সম্পূর্ণ হালাল এই রেস্টুরেন্ট পরিচালনা করবে বলে জানান। তারা আশা করছেন এই উদ্বোধনের মধ্য দিয়ে খাবারের মান শতভাগ ধরে রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সকলেই এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং হালাল ভাবে রেস্টুরেন্ট পরিচালনার জন্য দোয়া করেন। পরিশেষে আপ্পায়ন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি গোঠে।