০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিংড়ায়  ২ অপহরণকারী আটক,  মাইক্রো ড্রাইভার ও ভিকটিম উদ্ধার

নাটোরের সিংড়ায় অপহারণ করে যাওয়ার পথে জনতার হাতে ২ জন অপহরণকারী আটক হয়েছে।  এসময় মাইক্রোচালক ও  ভিকটিমকে উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নাটোর জর্জ কোটের এডভোকেট মোখলেছুর রহমান মিলন এর মূহরী মকলেস কে নাটোর জজকোর্ট থেকে উঠিয়ে নেয় অপহরণকারীরা। নাটোর হতে জামতলা – বামিহাল সড়কের রাণীভবানী রাস্তার কোয়াখাস এলাকায় বেপরোয়া চালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বামিহালে খবর দিলে বামিহাল এলাকার লোকজন পথরোধ করে।
এসময় জিজ্ঞাসাবাদ শুরু করলে অপহরণকারী ৪/৫ জন পালিয়ে যায়। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। তাদের কবল থেকে নাটোর জেলার মূহরী মো: মোখলেস ও মো: জিন্নাত আলী মাইক্রো ড্রাইভারকে উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা জেলার নাটিয়াবাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র মুক্তার হোসেন (৪৫) ও কালিয়াকৈর গাজীপুর এর হিজলতলী গ্রামের আসলাম সরকারের পুত্র রবিন হোসেন (২৫)।
সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক  বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে সিংড়া থানায় একটি মামলা হয়েছে।  ২ জন কে আটক করে নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

সিংড়ায়  ২ অপহরণকারী আটক,  মাইক্রো ড্রাইভার ও ভিকটিম উদ্ধার

আপডেট সময় : ০৫:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
নাটোরের সিংড়ায় অপহারণ করে যাওয়ার পথে জনতার হাতে ২ জন অপহরণকারী আটক হয়েছে।  এসময় মাইক্রোচালক ও  ভিকটিমকে উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নাটোর জর্জ কোটের এডভোকেট মোখলেছুর রহমান মিলন এর মূহরী মকলেস কে নাটোর জজকোর্ট থেকে উঠিয়ে নেয় অপহরণকারীরা। নাটোর হতে জামতলা – বামিহাল সড়কের রাণীভবানী রাস্তার কোয়াখাস এলাকায় বেপরোয়া চালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বামিহালে খবর দিলে বামিহাল এলাকার লোকজন পথরোধ করে।
এসময় জিজ্ঞাসাবাদ শুরু করলে অপহরণকারী ৪/৫ জন পালিয়ে যায়। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। তাদের কবল থেকে নাটোর জেলার মূহরী মো: মোখলেস ও মো: জিন্নাত আলী মাইক্রো ড্রাইভারকে উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা জেলার নাটিয়াবাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র মুক্তার হোসেন (৪৫) ও কালিয়াকৈর গাজীপুর এর হিজলতলী গ্রামের আসলাম সরকারের পুত্র রবিন হোসেন (২৫)।
সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক  বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে সিংড়া থানায় একটি মামলা হয়েছে।  ২ জন কে আটক করে নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।